ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এএফসির তিন কর্মকর্তা ঢাকা আসছেন আজ

প্রকাশিত: ০৪:২৫, ২৮ নভেম্বর ২০১৮

এএফসির তিন কর্মকর্তা ঢাকা আসছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ৩০ নবেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও কক্সবাজারে সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের আওতায় ঢাকায় পথশিশু ও কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিশুদের ফুটবল প্রশিক্ষণ প্রদানসহ ফুটবল খেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এএফসি ও বাফুফের তত্ত্বাবধানে এবং জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় আগামী ৩০ নবেম্বর-৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় এবং ইউএনএইচসিআরের সহযোগিতায় আগামী ৫-১০ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারের উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের উক্ত শরণার্থী শিশুদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করা হবে। এ উপলক্ষে এএফসি কর্তৃক নিযুক্ত কনসালটিং প্রতিষ্ঠান কোচেস এ্যাক্রস কন্টিন্টেসের তিন উর্ধতন কর্মকর্তা ব্রায়ান সুকিউইজ, নোরা ডুলি গেস এবং তেজাস রামকৃষ্ণা আজ বুধবার ঢাকায় আসবেন।
×