ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির আশা দেখছেন এমবাপে

প্রকাশিত: ০৪:২২, ২৮ নভেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির আশা দেখছেন এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে টানা সাফল্যের মুখ দেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নতুন কোচ থমাস টুশেল জিতিয়েছেন ১৪ ম্যাচ। আবারও ফরাসী লীগে শিরোপা পিএসজির ঘরেই উঠবে এমনটা প্রায় নিশ্চিত করেই বলছেন অনেকে। কিন্তু মর্যাদার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বেশ সমস্যার মধ্যেই আছে তারা। শেষ ষোলোয় ওঠাটাই অনিশ্চিত। এরই মধ্যে আজ লিভারপুলের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। ইংলিশ ক্লাবটির কাছে যদি হেরে যায় পিএসজি এবং নেপোলি হারিয়ে দেয় রেড স্টার বেলগ্রেডকে তাহলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে দলের ফরাসী সুপারস্টার কিলিয়ান এমবাপে এখনও অনেক বড় স্বপ্ন দেখছেন দলকে নিয়ে। তিনি বিশ্বাস করেন এই পরিস্থিতি থেকেও চ্যাম্পিয়ন্স লীগ জেতার যথেষ্ট সুযোগ আছে পিএসজির। প্রথম সাক্ষাতে ইংল্যান্ডে গিয়ে লিভারপুলের মুখোমুখি হয়েছিল পিএসজি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল লিভারপুল। ৪ ম্যাচে ১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিন নম্বরে তারা। নেপোলি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, সমান পয়েন্টে দুইয়ে লিভারপুল। টিকে থাকার জন্য আজকের ম্যাচে লিভারপুলের সঙ্গে ন্যূনতম ড্র করতেই হবে পিএসজিকে। বেশ নাজুক পরিস্থিতির মধ্যে আছে দলটি তা বোঝাই যাচ্ছে। এ বিষয়ে এমবাপে বলেন, ‘এতদিন আমরা কিছুটা সংগ্রাম করেছি। কিন্তু এখন পর্যন্ত দৌড়ে আছি এবং আমাদের হাতেই আছে নিজেদের ভাগ্য। আমার মনে হয় একটি প্রতিযোগিতায় জেতার জন্য নির্দিষ্ট সময়ে সঠিক বিষয়টি কার্যকর হয়ে উঠতে হয়। কিছু খেলা আছে যেসব দেখে মনে হবে যে অযাচিত কিছুই ঘটবে না, কিন্তু হয়তো দেখা যাবে খেলার কিছু মুহূর্ত আপনার দল তুঙ্গে থাকবে। আর সেটা হতে পারে খেলার অর্ধাশ, কিংবা কয়েকটা পর্যায়। এগুলো দল হিসেবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং বিষয়গুলো আপনার পক্ষে এভাবে থাকলে প্রতিযোগিতায় আপনি অনেকদূর যেতে পারবেন।’ অবশ্য এই মুহূর্তে টুশেল দলের ফিটনেস নিয়েই বেশি কাজ করছেন। বিশেষ করে অন্যতম নির্ভরতা এমবাপে ফিরেছেন কাঁধের ইনজুরি থেকে। গত সপ্তাহে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আঘাত পেয়েছিলেন তিনি। একই রাতে ব্রাজিলের হয়ে খেলার সময় গ্রোয়েনের ব্যথায় আক্রান্ত হয়েছেন সুপারস্টার নেইমার। ফ্রেঞ্চ লীগে দু’জনই সর্বশেষ ম্যাচে টাউলুসের বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন। তবে এমবাপে মনে করেন গত বিশ্বকাপে ফ্রান্স যেভাবে রাশিয়ায় খেলেছে সেখান থেকে পিএসজি শিক্ষা নিতে পারে এবং আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোয় ৪-৩ গোলে জয়ের ম্যাচটি দেখতে পারে। এ বিষয়ে এমবাপে বলেন, ‘বিশ্বকাপে গ্রুপপর্বের সময় কেউ ভাবেনি যে আমরা জিততে চলেছি। আমি বলেছিলাম যে আমাদের লক্ষ্যই হচ্ছে বিশ্বকাপ জেতা এবং সেটা শুনে অনেকেই আমার সঙ্গে কিছুটা বিদ্রুপ করেছিল। সুতরাং এখুনি খুব বেশি দূরে দৃষ্টি দেয়া বেশ কঠিন। কারণ চ্যাম্পিয়ন্স লীগে অনেক বেশি ম্যাচ আছে।’ গত মৌসুমে বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পর ইউরোপের আর কোন বড় ক্লাবের বিরুদ্ধে জিততে পারেনি পিএসজি। লিভারপুলের বিপক্ষেও গত ম্যাচে তাদের পারফর্মেন্স র্ছিল বাজে রকমের। এ বিষয়ে চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৩ গোল করা এমবাপে বলেন, ‘আমরা খুব বেশি যে মিস করছি (গোল) এমন না। পরিমাণটা খুব বেশি নয়, কিন্তু একই সঙ্গে এটা আমাদের প্রচুর পরিমাণে ভোগাচ্ছে। কারণ শীর্ষ পর্যায়ের ফুটবলে এটাই একটি দলের পরিস্থিতি বুঝিয়ে দেয়। সে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ।’
×