ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, এ্যাটলেটিকো মাদ্রিদ ১-১ বার্সিলোনা

এ্যাটলেটিকোর জয় কেড়ে শীর্ষেই বার্সিলোনা

প্রকাশিত: ০৭:২৫, ২৬ নভেম্বর ২০১৮

 এ্যাটলেটিকোর জয় কেড়ে শীর্ষেই বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সিলোনাই। তবু অপ্রত্যাশিত হারের দিকে এগোচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের শেষ মিনিটে ফরাসী তারকা উসমান ডেম্বেলে গোল করে রক্ষা করেছেন কাতালানদের। এতে করে শনিবার রাতে অনুষ্ঠিত এ্যাটলেটিকো ও বার্সিলোনার মধ্যে স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। যে কারণে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। হার এড়িয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আর্নেস্টো ভালভার্ডের দল। বর্তমানে ১৩টি করে ম্যাচ শেষে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো। নিশ্চিত জয় হাতছাড়া না হলে বার্সাকে হটিয়ে একে উঠে যেতেন দিয়াগো কোস্টা, গডিনরা। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এক ম্যাচ কম খেলা সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ১৩ ম্যাচ খেলা আলাভেস। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এস্পানিওল। এইবারের মাঠে ৩-০ গোলে হারা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ঘরের মাঠে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত এ্যাটলেটিকো। স্বাগতিকরা এ জন্য চেষ্টার কমতি করেনি। কিন্তু হতে হতেও সেটা হয়নি। বল দখলের লড়াইয়ে এ্যাটলেটিকোর চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অতিথি বার্সিলোনা। গোলমুখে শটও বেশি নেন মেসি-সুয়ারেজরা। এ্যাটলেটিকো গোলমুখে শট নেয় ৩টি, যার একটি মাত্র ছিল লক্ষ্যে। আর মেসি-সুয়ারেজরা গোলমুখে শট নেন ৮টি। এই পরিসংখ্যান অবশ্য ম্যাচের আসল চিত্র নয়। পাল্টা আক্রমণে এ্যাটলেটিকোও অনেকগুলো ভাল সুযোগ পেয়েছে। স্বাগতিকরা যতবারই বার্সার ডি বক্সে বল নিয়ে ঢুকেছে, ততবারই অতিথিদের রক্ষণ কেঁপে উঠেছে। ম্যাচের ৭০ মিনিটে স্যামুয়েল উমতিতি আর দিয়াগো কোস্টার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। তবে ঘটনা বেশিদূর গড়ায়নি রেফারির মধ্যস্থতায়। দু’জনকে হলুদ কার্ড দেখিয়ে শান্ত করেন রেফারি। ম্যাচের প্রথমার্ধে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ৪৫ মিনিটে কোকের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সার্জেই রবার্টো। দ্বিতীয়ার্ধের শুরুতে তার বদলি নামেন রাফিনহা। বিরতির পর পাল্টা আক্রমণে ৫৯ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় এ্যাটলেটিকো। কিন্তু কোস্টা কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের ৭৭ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় স্বাগতিকরা। ডানদিক থেকে গ্রিজম্যানের কর্নারে বল দূরের পোস্টে পেয়ে হেডে জালে পাঠান কোস্টা। টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়ে যাওয়া বার্সিলোনা ৯০ মিনিটে পায় কাক্সিক্ষত গোলের দেখা। ডি বক্সে মেসির পাস পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন ১০ মিনিট আগে আর্থারের বদলি নামা ডেম্বেলে। ম্যাচ শেষে ফরাসী তারকা ডেম্বেলের প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। তিনি বলেন, ম্যাচে গোলসহ ডেম্বেলের উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। তার দারুণ ধারাবাহিকতা আছে। বার্সা বস আরও বলেন, ডেম্বেলের যা আছে তা এই দলের আর কারও মধ্যে নেই। আত্মবিশ্বাস, একজন বনাম একজন পরিস্থিতিতে তার খেলা, দুই পায়ে শট নেয়ার সক্ষমতা এবং ব্যক্তিত্ব। তার মেধাকে বের করে আনতে আপনাকে তাকে সাহায্য করতে হবে। শিরোপা ধরে রাখার মিশনে এ্যাটলেটিকোকে প্রধান প্রতিদ্ব›দ্বী মনে করছেন না ভালভার্ডে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি না তারা মূল প্রতিপক্ষ। কিন্তু তারা একটা প্রতিপক্ষ। আমরা যদি ম্যাচটা দেখি, প্রতিপক্ষের অর্ধে আমাদের খেলার হার ছিল অনেক বেশি। কেননা আমরা জিততে চেয়েছিলাম। সাধারণত কিছু বিষয়ে উন্নতি করতে হবে আমাদের। শেষ কয়েক মিটারে আমাদের জ্বলে ওঠার কিছুটা ঘাটতি ছিল। কিন্তু আমরা প্রতিপক্ষকে ভালভাবে নিয়ন্ত্রণ করেছিলাম। এদিকে এইবারের কাছে হারের ক্ষোভ উগরে দিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। তিনি বলেন, আমরা ক্ষুব্ধ মনে বাড়ি ফিরছি। কারণ দারুণ ছন্দে থেকে আমরা আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিলাম যার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। কিন্তু আমরা আরেকটি এ্যাওয়ে ম্যাচে হতাশাজনক ফল পেলাম এবং শীর্ষস্থান থেকে আরও পিছিয়ে গেলাম। এটা খুব বাজে হার।
×