ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটি ও ডায়াকোনিয়া সমঝোতা চুক্তি

প্রকাশিত: ০৬:৪১, ২৪ নভেম্বর ২০১৮

   নর্দান ভার্সিটি ও  ডায়াকোনিয়া  সমঝোতা চুক্তি

সম্প্রতি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ডিরেক্টর আইটি, সা’দ আল জাবির আব্দুল্লাহ, রেজিস্ট্রার, লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী, ডিনবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের জার্মানভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির পক্ষে ডায়াকোনিয়া বাংলাদেশ এর সিইও মোঃ রেজাউল করিম, ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির ম্যানেজিং পার্টনার ও সিনিয়র এডভাইজার সালমান হায়দার প্রমুখ। এই চুক্তির আলোকে ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটি ইউরোপে বিশেষ করে জার্মানিতে স্বনাম খ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শ্রেণী ও পিএইচডি গবেষণায় নর্দানের শিক্ষার্থীদের স্কলার্শিপসহ ভর্তির সুযোগ করে দিতে কনসালটেন্সি করবে। -বিজ্ঞপ্তি
×