ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় হাজার হাজার রাসভক্তের পুণ্যস্নান

প্রকাশিত: ০৬:৪১, ২৪ নভেম্বর ২০১৮

 কুয়াকাটায় হাজার হাজার  রাসভক্তের  পুণ্যস্নান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ নবেম্বর ॥ সব ভক্তের দৃষ্টি পুব আকাশপানে। এক ধ্যানে। এক মনে। সূর্যের লাল আভা সাগরের বুকচিরে উঁকি দিতেই সরব সবাই। রাসভক্ত হাজারো নর-নারী। পূজার কাজ সারছেন কেউ। উলুধ্বনিতে গোটা সাগরপার সরগরম হয়ে ওঠে। শুক্রবার প্রত্যূষে কুয়াকাটা সৈকতের দুই বর্গকিলোমিটারজুড়ে হাজার হাজার রাসভক্ত পুণ্যার্থীর দৃশ্যপট ছিল এমন। সারা বছরের পঙ্কিলতা দূর করতে সাগরে পুণ্যস্নানে নামেন ভক্তরা। মৃদু শীতল পরশে মাখা ছিল আবহাওয়া। তা উপেক্ষা করে পূর্ণিমার এই তিথিতে ভক্তদের সমাগমে কুয়াকাটা সৈকত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ব্যক্তিগতভাবে কেউ এসেছেন। কেউ এসেছেন পারিবারিকভাবে। সবার মনের বাসনা যেন এক। এমন বিশ্বাস নিয়ে হাজার হাজার রাসভক্ত নর-নারী ভরা পূর্ণিমার রাতে সমাবেশ ঘটে কুয়াকাটায়। সৈকত ঘিরে পুণ্যস্নান সেরে কলাপাড়া পৌরশহরের মদনমোহন সেবাশ্রমে বিকেল থেকে মিলিত হন ভক্তরা। সেখানে পাঁচদিনের রাস মেলায় অংশ নেয়াসহ ধর্মীয় উৎসবে মিলিত হন। ফি বছরের মতো হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী এ রাস মেলা চলবে ২৬ নবেম্বর পর্যন্ত। কলাপাড়া পৌরসভার মেয়র এবং আয়োজক কমিটির পক্ষ থেকে বিপুল চন্দ্র হাওলাদার এমন খবর নিশ্চিত করেন। রাসকে ঘিরে দক্ষিণের সাগরপারের কুয়াকাটায় বৃহস্পতিবার বিকেল থেকে ভক্তদের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সৈকতসহ আশপাশ। রাধাকৃষ্ণ মন্দির ছাড়াও কলাপাড়া মদনমোহন সেবাশ্রমে রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিমা দর্শন করেন আগত পুণ্যার্থী ভক্তরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, রাস মেলাকে ঘিরে সকল ধরনের নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। ছিল আগতদের সুবিধার্থে অস্থায়ী নলকূপ থেকে নিরাপদ পানির ব্যবস্থা, গোসলখানা, টয়লেটসহ বিশেষ মেডিক্যাল ক্যাম্প।
×