ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু আজ

উল্টো পাকিস্তানের অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৬:২৮, ২৪ নভেম্বর ২০১৮

 উল্টো পাকিস্তানের অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে পাকিস্তানের সিংহভাগ সাফল্য আরব আমিরাতে। দীর্ঘদিন নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেটবঞ্চিত দলটির জন্য দ্বিতীয় হোম ভেন্যু হয়ে ওঠা মরুর দেশে সাফল্য ইর্ষণীয়। যেখানে আফ্রিকা কিংবা ইউরোপের সব পরাশক্তিতে নস্যিতে পরিণত করার উজ্জ্বল ইতিহাস যাদের সেই পাকিরা এবার উল্টো বিপদে। তাও আবার প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড। আসলে আবুধাবিতে নিশ্চিত জয়ের পথে থাকা প্রথম ম্যাচটা ৪ রানে হেরে সরফরাজ আহমেদের দল এখন উল্টো অগ্নিপরীক্ষার মুখে। দুবাইয়ে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হারলে সিরিজ শেষ হয়ে যাবে। পয়মন্ত আমিরাতে পাকিরা এমন চাপে খুব কমই পড়েছে। কিন্তু আগের ম্যাচের ভুল শুধুরে ঘুরে দাঁড়াতে মরিয়া সরফরাজবাহিনী। আর নাটকীয় জয়ে আত্মবিশ্বাসী কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউইরা সিরিজ নিশ্চিত করতে চায়। ‘সত্যি কথা বলতে প্রথম টেস্টের ফলাফল আমাকে হতাশ করেছে। খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল তাও হাতছাড়া করেছি। তবে যা হয়েছে আমরা বুলে যাওয়ার চেষ্টা করব এবং সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে। নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব।’ দুবাই টেস্টের কথা বলতে গিয়ে অবুধাবির প্রসঙ্গ উঠে আসাটা যেন অবধারিত। লক্ষ্য ১৭৬। তৃতীয়দিন শেষে কোন উইকেট না হারিয়ে তুলে ফেলেছিল ৩৭। অর্থাৎ পুরো দুইদিন ও ১০ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ১৩৯ রান। এক পর্যায়ে ৩ উইকেটে ১৩০-এ পৌঁছে গিয়েছিল। মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার। ৪১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে সেই দলটা হারল ৪ রানে। এটা কেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব। পাকিস্তান কতটা ‘আনপ্রেডিক্টেবল’ সেটি আরও একবার দেখে ক্রিকেট বিশ্ব। ফেবারিট আমিরাতেও তাই ভীষণ রকমের অস্বস্তি নিয়ে আজ সিরিজে টিকে থাকার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন সরফরাজ, মোহাম্মদ হাফিজ, ইয়াসির শাহ। অন্যদিকে আবুধাবিতে নিশ্চিত হার দেখা টেস্টে নাটকীয় জয়ে উজ্জীবিত হয়ে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘আমরা জানতাম কন্ডিশন সহজ নয়। এখানে প্রথমদিন থেকেই বল টার্ন করছিল এবং দু’দলে দুর্দান্ত সব স্পিনাররা ভাল বোলিং করেছে। এ ম্যাচ টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে থাকবে।’ এমন ম্যাচকে টেস্ট ক্রিকেটের জন্য বড় বিজ্ঞাপন বলে উল্লেখ করেন তিনি। অবিশ্বাস্য বোলিংয়ে (২/৬৪ ও ৫/৫৯) অভিষেকেই কিউইদের এমন নাটকীয় জয়ের নায়ক বাঁহাতি অফস্পিনার আইজাজ প্যাটেল। ম্যাচসেরার পুরস্কারও তুলে নেন ভারতীয় বংশোদ্ভূত ৩০ বছর বয়সী অর্থোডক্স বোলার। মজার বিষয়, দলের আরেক স্পিনার ইস সোধিও ভারতীয় বংশোদ্ভূত। ওপেনিং ব্যাটসম্যান জিত রাভালও তাই। দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করে যিনি আবুধাবি টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে দলটির দুশ্চিন্তা অভিজ্ঞ রস টেইলরের রান না পাওয়া। অধিনায়ক কেন উইলিয়ামস যেমন নিজে বড় ইনিংস খেলতে চাইবেন, তেমনি টম লাথাম-টেইলদের দিকেও তাকিয়ে থাকবেন। আর পাকিস্তানকে যে নার্ভের চাপ সামাল দেয়ার বাড়তি ক্ষমতা অর্জন করতে হবে আগের ম্যাচই তার বড় প্রমাণ। এক পর্যায়ে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান, নিউজিল্যান্ডের ২ উইকেট। কিন্তু হাসান আলীর আত্মাহুতির পর ম্যাচটা রূপ নিয়েছিল এক চরম অপেক্ষার লড়াইয়ে।
×