ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশিত: ০৬:২৮, ২৪ নভেম্বর ২০১৮

 বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস রিপোর্টার ॥ জনি বেয়ারস্টোর দারুণ সেঞ্চুরির সুবাদে কলম্বো টেস্টে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে ইংল্যান্ড। প্রথমদিন শেষে ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩১২ রান। ১১০ রান করে আউট হয়েছেন বেয়ারস্টো। তারকা অলরাউন্ডার বেন স্টোকস ৫৭ এবং অধিনায়ক জো রুট ফিরেছেন ব্যক্তিগত ৪৬ রানে। মঈন আলি ২৩ ও আদিল রশিদ ১৩ রান নিয়ে ক্রিজে আছেন। বাঁহাতি চায়নাম্যান স্পিনার লক্ষান সান্দাকান ৪ ও মিলিন্দা পুষ্পকুমারা নিয়েছেন দুটি করে উইকেট। টানা দুই জয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। দীর্ঘ প্রায় দেড় যুগ পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পাওয়া ইংলিশদের লক্ষ্য এবার প্রথমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। ১৯৮২ সাল থেকে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে অংশ নিয়ে আসছে ইংল্যান্ড। কিন্তু দুই বা তিন ম্যাচের সিরিজে লঙ্কানদের কখনও হোয়াইটওয়াশ করতে পারেনি ইংলিশরা। এবার সেই বন্ধ্যত্ব ঘোচানোর হাতছানি, ‘আমাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। সিরিজ জয়ই ছিল আমাদের প্রধান লক্ষ্য। তবে ব্যাপারটা এত সহজে হবে আমরা ভাবতে পারিনি। এবার আমরা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে চাই। আরও একটি লক্ষ্য পূরণ করতে চাই’ বলেন মঈন। চলতি বছর তিনটি সিরিজ খেলে কোনটিতেই হারেনি শ্রীলঙ্কা। অপরদিকে ৩টি সিরিজ খেলে একটিতে হেরেছে ইংল্যান্ড। সিরিজে প্রথম ম্যাচে ২১১ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ইংলিশরা। এরপর দ্বিতীয় ম্যাচেও ৫৭ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে জো রুটের দল। এবার তাদের সামনে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডের আশা ধূলিসাৎ করে সিরিজের শেষ ম্যাচে সান্ত¡নার জয় চায় শ্রীলঙ্কা। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩১২/৭ (৮৮.১ ওভার; বেয়ারস্টো ১১০, রুট ৪৬, স্টোকস ৫৭, বাটলার ১৬, মঈন ২৩*, আদিল ১৩*; মিলিন্দা ২/৬৪, সান্দাকান ৪/৯১)। ** প্রথমদিন শেষে
×