ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কাজ করবে পুলিশ

প্রকাশিত: ০৪:৫৮, ২৪ নভেম্বর ২০১৮

 লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কাজ  করবে পুলিশ

শংকর কুমার দে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩শ’ নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করবে পুলিশ প্রশাসন। সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যসহ প্রায় ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী মাঠে মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণ বিধি মান্য করে পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন পুলিশে মহপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে নির্বাচনের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সারাদেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, পুলিশের ইউনিট প্রধানসহ উর্ধতন পুলিশ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কর্মকর্তাদের বিনা কারণে কাউকে গ্রেফতার, ধরপাকড়, মামলা না নেয়ার জন্য নির্দেশ দেন এবং সকল দল ও ব্যক্তির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্দেশ দেন আইজিপি। এর আগে বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারদের সঙ্গে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের আইজির নেতৃত্বে বৈঠক করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠকে বলেছেন, সারাদেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দায়িত্ব ও কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সারাদেশের ৩শ’ নির্বাচনী এলাকায় কোথায় কেমন প্রস্তুতি আছে, জনবল কেমন, প্রযুক্তির ঘাটতি আছে কিনা, আমর্স এ্যামুনেশ, রেডিও, ওয়াকিটকি, গুলি বর্ষণের জন্য ফায়ার হয় কিনা ইত্যাদির সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। আইজিপি বলেন, সারাদেশের সকল উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের আগে এই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে নির্বাচনের পরও প্রস্তুতি রাখার জন্য নির্দেশ দেন বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিরুদ্ধে যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না উঠে সেই দিকে লক্ষ্য রেখে পুলিশ কর্মকর্তাদের কর্তব্য পালনের নির্দেশ দেয়া হয়েছে অনুষ্ঠিত বৈঠকে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগকে সফল করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় নতুন করে আর রাজনৈতিক মামলা ও ধরপাকড় নিষেধ করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে বা যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তাদের গ্রেফতারে কোন সমস্যা নেই। এছাড়া, রাস্তায় সরাসরি কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারাভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসী-অপরাধীদের গ্রেফতারের জন্য চলমান বিশেষ অভিযান জোরদার করা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে গেছে বলে বৈঠকে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, পুলিশ সদস্যরা কোন গোষ্ঠী বা দলের নয়, প্রজাতন্ত্রের কর্মচারী। তবে পুলিশ কর্মকর্তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে বলা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের উর্ধতন কর্মকর্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অতীতের নির্বাচনের সময়ের যে কোন পরিস্থিতির চেয়ে উন্নত, ভাল ও সন্তোষজনক। সকল রাজনৈতিক দল, জোট নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুতি গ্রহণ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন নিয়ে কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে সেটি কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
×