ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুণ্যার্থীর পদচারণায় মুখরিত দুবলার চরের রাস উৎসব

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ নভেম্বর ২০১৮

 পুণ্যার্থীর পদচারণায় মুখরিত দুবলার চরের রাস উৎসব

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে তিন শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-যুবা-বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটক সাগরের কুঙ্গা নদীর মোহনায় পুণ্য স্থানের উদ্দেশ্যে যান। আজ শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের প্রথম জোয়ারে পুণ্য স্থানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব। উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তাসহ সুন্দরবনের জীববৈচিত্র্যের নিরাপত্তায় নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগ নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। পূর্ব সুন্দরবন বিভাগ বলছে, বুধবার সকাল থেকে রাস উৎসবকে ঘিরে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরদ্বীপ আলোরকোল। আলোরকোলে রাস উৎসবে আগতদের যাতায়াতের জন্য সুন্দরবন বিভাগ ৮টি রুট নির্ধারণ করেছে। এর মধ্যে শরণখোলা রেঞ্জের বগী স্টেশন-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী- শেলারচর হয়ে আলোরকোল এবং শরণখোলা স্টেশন,সুপতি স্টেশন ও শেলারচর হয়ে আলোরকোলে পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা।
×