ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালথায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৪:৩৬, ২১ নভেম্বর ২০১৮

 সালথায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ নবেম্বর ॥ সালথায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পুলিশ শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালিয়া গ্রামে জমিজমা নিয়ে আওয়ামী লীগ সমর্থক নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলীর সঙ্গে উপজেলা যুবদলের সভাপতি ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে স্থানীয় গোপালীয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যান আইয়ুব আলী ও হাফিজুর। সেখানে তাদের দু’জনের মধ্যে উভয়ের বাড়ি সংলগ্ন বিরোধীয় ১১ শতাংশ জমি নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকালে আইয়ুব আলীর সমর্থক খোকন ও সেলিম মাঠে জমিতে কাজ করার সময় হাফিজুর রহমান ও তার লোকজন তাদের ধাওয়া দেয়। এ সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, সড়কি, ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া এবং আক্রামণ ও পাল্টা আক্রমণ করে।
×