ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ইউপি সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা ॥ ৩ ঘণ্টা সড়ক অবরোধ, ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ নভেম্বর ২০১৮

 না’গঞ্জে ইউপি সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা ॥ ৩ ঘণ্টা সড়ক অবরোধ, ধাওয়া পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে না’গঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ইউপি সদস্য খলিলুর রহমানকে রবিবার বেলা সাড়ে বারোটায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। খবর পেয়ে খলিলুর রহমানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় এবং মদনপুরে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে প্রতিপক্ষ আমির সোহেল ও তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালানোর পর উভয় গ্রুপে সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় মদনপুর বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়াশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে পুলিশের ৪-৫ সদস্যসহ ২০ জন আহত হয়। সড়ক অবরোধের পর দোষীদের শাস্তির আওতায় আনা হবে এই আশ্বাসের প্রেক্ষিতে বিকেলে অবরোধ তুলে নেয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে মদনপুর খলিলুর রহমানকে কুপিয়ে আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
×