ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিজভীকে ড. হাছান মাহমুদের প্রশ্ন

বাঁশের লাঠি নিয়ে মনোনয়ন ফরম তোলার কথা আচরণবিধির কোথায় আছে

প্রকাশিত: ০৭:৩৬, ১৯ নভেম্বর ২০১৮

বাঁশের লাঠি নিয়ে মনোনয়ন ফরম তোলার কথা আচরণবিধির কোথায় আছে

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা (বিএনপি) প্রতিনিয়ত আচরণবিধির কথা বলেন, তারা নিজেদের কার্যালয়ের সামনে হাজার হাজার লাঠি ও বাঁশ নিয়ে যেভাবে নির্বাচনী ফরম সংগ্রহ করতে গেছেন, এটা আচরণবিধির কোথায় আছে ? মামলার আসামি হয়ে কীভাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ? রবিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিএনপি পুলিশকে ঘেরাও করে মারধর, কিলঘুষি মেরে পুলিশ ও র‌্যাবের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে আচরণবিধির ১১ ও ১৮ অনুচ্ছেদ সুষ্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। আর এই ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে, সেখানে রুহুল কবির রিজভী এক আসামি। পুলিশের কাছে প্রশ্ন, আচরণ বিধি লঙ্ঘন করে তারা হাঙ্গামা সৃষ্টি করেছে, যেখানে যিনি দুই নম্বর আসামি, তিনি দলীয় কার্যালয়ে বসে কীভাবে অন্য দলের বিরুদ্ধে মিথ্যাচার ও বিষোদগার করেন? পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানাব, আসামি রিজভীসহ সব আসামির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন-সংগ্রাম নিয়ে চলচ্চিত্র বানানোতে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিটাই হচ্ছে মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। দলীয় কার্যালয়ে বসে সকাল-বিকেল মিথ্যাচার করাই হচ্ছে তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। বিদ্বেষ ছড়ানো, মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত বিএনপির রাজনীতি। সুপ্রীম কোর্টে ভোট চেয়ে মির্জা ফখরুল ও ড. কামাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, তারা আচরণবিধির কথা বলেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে রীতিমতো সমাবেশ করে ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ধানের শীষে ভোট চেয়েছেন। এটাও আচরণবিধির চরম লঙ্ঘন। সংবাদ সম্মেলনে এ সময় অসীম কুমার উকিল, সামসুন্নাহার চাঁপা, আমিনুর ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন ।
×