ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিক গৌতম দাসের মৃত্যু বার্ষিকীতে নানা আয়োজন

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ নভেম্বর ২০১৮

 সাংবাদিক গৌতম দাসের মৃত্যু বার্ষিকীতে নানা আয়োজন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ নবেম্বর ॥ নিহত নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৩তম মৃত্যুবার্ষিকী শনিবার। এ দিনটি পালন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিহতের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী নেয়া হয়েছে। ২০০৫ সালের ১৭ নবেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। গৌতম দাস হত্যার ১৩তম বার্ষিকীতে ফরিদপুর ও গৌতমের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পরে আলোচনা সভা। গৌতম দাসের স্ত্রী দিপালী দাসের উদ্যোগে দুপুরে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া গৌতমের ভাই-বোনদের উদ্যোগে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×