ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন হাফসেঞ্চুরিতে লিড শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ নভেম্বর ২০১৮

তিন হাফসেঞ্চুরিতে লিড শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যান্ডি টেস্টে সিরিজ বাঁচানোর লড়াইয়ে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ স্বাগতিক শ্রীলঙ্কার দখলেই। বুধবার প্রথমদিন সফরকারী ইংল্যান্ডকে মাত্র ২৯০ রানে গুটিয়ে দেয়ার পর ১ উইকেটে ২৬ রান তুলেছিল লঙ্কানরা। বৃহস্পতিবার দ্বিতীয়দিন তারা দিমুথ করুনারতেœ, ধনঞ্জয়া ডি সিলভা ও রোশেন সিলভার হাফসেঞ্চুরিতে ৩৩৬ রানে প্রথম ইনিংস শেষ করেছে। দিনশেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে নেমে কোন রান করেনি। তাই ৪৬ রানে এগিয়ে থেকে ভাল অবস্থানেই আছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমদিন শেষে ১ উইকেটে ২৬ রান তুলে জবাব দেয়াটা সহজ হবে না লঙ্কানদের সেটাই বোঝা যাচ্ছিল। সেটা সত্য হতে থাকে দ্বিতীয়দিনের শুরুতেই। পুষ্ককুমারা ৪ রানে সাজঘরে ফেরেন। তবে করুনারতেœ ও ধনঞ্জয়া তৃতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়েছিলেন। কিন্তু করুনারতেœ ১২৫ বলে ৪ চারে ৬৩ রানে সাজঘরে ফেরার পর আবার বিপর্যয়ে পড়ে তারা। একপ্রান্ত ধরে রাখা ধনঞ্জয়াও ৫৯ রানে সাজঘরে ফিরে গেলে বিপদ আরও বাড়ে। ১৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। তবে ওই সময় দলের হাল ধরেন রোশেন। তিনি দারুণ প্রতিরোধ গড়েন সপ্তম উইকেটে। তবে নিরোশান ডিকভেলা ২৫ ও আকিলা ধনঞ্জয়া ৩১ রানে সাজঘরে ফেরার পর আর সেঞ্চুরিটা পাননি রোশেন। ১৭৪ বলে ৪ চার, ১ ছক্কায় ৮৫ রান করার পর শেষ লঙ্কান ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। ৩৩৬ রানে প্রথম ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ও লেগস্পিনার আদিল রশিদ। মঈন আলি পান ২ উইকেট। দিনশেষে কোন উইকেট না হারিয়ে কোন রানও করতে পারেনি ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে। ফলে ৪৬ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস॥ ২৯০/১০; ৭৫.৪ ওভার (স্যাম কুরান ৬৪, বাটলার ৬৩, বার্নস ৪৩; দিলরুয়ান ৪/৬১, পুষ্পকুমারা ৩/৮৯, আকিলা ২/৮০) ও দ্বিতীয় ইনিংস ॥ ০/০; ১ ওভার। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ (আগেরদিন ২৬/১; ১২ ওভার) ৩৩৬/১০; ১০৩ ওভার (রোশেন ৮৫, করুনারতেœ ৬৩, ধনঞ্জয়া ৫৯; লিচ ৩/৭০, আদিল ৩/৭৫, মঈন ২/৮৫)। *দ্বিতীয়দিন শেষে
×