ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ আজ থেকে

প্রকাশিত: ০৬:০৪, ১৩ নভেম্বর ২০১৮

বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মঙ্গলবার বিকেল ৩টায় বিকল্পধারার প্রার্থী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ২২ নবেম্বর পর্যন্ত ফরম বিতরণ চলবে। ফরমের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা। তবে ফরম জমা দেয়ার সময় বিশ হাজার টাকা দিতে হবে। প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে ২৩ ও ২৪ নবেম্বর। সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়। মধ্য বাড্ডা লিংক রোডের ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে, (লিফ্ট এর ৮), বিকল্পধারার নতুন নির্বাচনী কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন এ সব তথ্য নিশ্চিত করেছেন। সিইসিকে ধন্যবাদ জানালেন বি চৌধুরী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের শীর্ষ নেতা বদরুদ্দোজা চৌধুরী। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবারের নির্বাচনে আসবে কি না তা নিয়ে নানা মত ছিল। তবে রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন থেকে বিএনপির নির্বাচনে আসার ঘোষণা দেয়া হয়। সোমবার ভোট এক সপ্তাহ পিছিয়ে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন। যদিও সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট তফসিল এক মাস পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিল। নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন বি চৌধুরীও। তার দাবি ছিল নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হোক। অবশেষে বি চৌধুরীর কথাই ফলেছে। নির্বাচনের নতুন তফসিল ঘোষণার পর সোমবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে যুক্তফ্রন্ট প্রধান বি চৌধুরী বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের প্রস্তাব গ্রহণ করায় আমরা খুশি হয়েছি। জনমত এবং জনস্বার্থের দু’টি বিষয় মনে রেখে নির্বাচন কমিশন নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করায় আমি যুক্তফ্রন্ট ও দেশবাসীর পক্ষ থেকে সিইসি ও সকল কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
×