ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২২ হরিণ শিকারের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ নভেম্বর ২০১৮

২২ হরিণ শিকারের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনে ২২ হরিণ শিকারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুর হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপীল বিভাগ। অগ্রণী ব্যাংকে মুক্তিযোদ্ধা কোটায় (মুক্তিযোদ্ধা সন্তানদের) শূন্য পদে সিনিয়র অফিসার (বিশেষ) নিয়োগ প্রক্রিয়ার জন্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীল আবেদন গ্রহণ করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আপীল আবেদনের শুনানির জন্য ২০১৯ সালের ৬ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখাসহ সাত দফা দাবিতে আগামী ১৭ নবেম্বর সমাবেশ করবে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।
×