ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনে কূটনীতিকদের সহযোগিতা চায় বিএনপি

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ নভেম্বর ২০১৮

সুষ্ঠু নির্বাচনে কূটনীতিকদের সহযোগিতা চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু নির্বাচনের জন্য ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ায় বিএনপিসহ তাদের রাজনৈতিক জোটকে কূটনীতিকরা স্বাগত জানায় বলে বৈঠক সূত্রে জানা গেছে। জানা যায়, বৈঠকের শুরুতেই দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টি নিয়ে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বেশ ক’জন কূটনীতিক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন করে বিভিন্ন তথ্য জানতে চান। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান। তবে বৈঠক শেষে কোন পক্ষ থেকেই সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নেয় তুরস্ক, স্পেন, ভিয়েতনাম, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার উপ-রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, চীন, জার্মানি, সুইডেন, ইন্দোনেশিয়া, মরক্কো ও পাকিস্তানের পলিটিক্যাল সেক্রেটারি।
×