ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনের নতুন তারিখকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ নভেম্বর ২০১৮

নির্বাচনের নতুন তারিখকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে নির্বাচনের নতুন তারিখকে প্রত্যাখ্যান না করলেও খুশি হতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি। দলটির দাবি, সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচন মাত্র এক সপ্তাহ পেছানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণার পর সংবাদ সম্মেলন করে তাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্তকে আওয়ামী লীগ সমর্থন করে। এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ না পেছালেও নির্বাচনে আসত, এটা আমরা জানতাম। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ওবায়দুল কাদের বলেন, এবার আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে সংসদীয় বোর্ড বিচার-বিশ্লেষণ করে দেবে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে কয়েকটি জরিপ করা হয়েছে। বিদেশী সংস্থাও সার্ভে করে তথ্য আপডেট করে দিয়েছে। ১৪ নবেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু হবে। কিছু কিছু প্রার্থীর সাক্ষাতকার সভানেত্রী শেখ হাসিনা সরাসরি নেবেন। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন টিকেট পাওয়া মানেই বিজয়ী, এটা ভ্রান্ত ধারণা। কিছু কিছু পত্রিকায় এসেছে যে আওয়ামী লীগের টিকেট পাওয়া মানেই বিজয়ী। এটা একটা ভ্রান্ত ধারণা। যারা এটা মনে করে তারা বড় মাপের ভুল করছে। এদিকে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সরকারের নির্দেশেই নির্বাচনের এই নতুন তফসিল দেয়া হয়েছে। আমরা নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিলাম, সেটা গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবারও দাবি, নির্বাচনের দিন যেন এক মাস পিছিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এখনও মুক্তি দেয়া হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজী নববর্ষ। ওই সময় দেশে কোন কূটনীতিক ও বিদেশী পর্যবেক্ষক থাকবেন না। তাই সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বানচাল করতে এ সিদ্ধান্ত নিয়েছে। সরকার চাইলে আলোচনা করে পুনঃতফসিল দেয়া সম্ভব দাবি করে তিনি বলেন, আমরা আমাদের দাবিতে অনড় থাকব। দাবি মানা না হলে নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
×