ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাগলি হয়েছে মা ॥ বাবা হয়নি কেউ!

প্রকাশিত: ০৪:২৪, ১৩ নভেম্বর ২০১৮

পাগলি হয়েছে মা ॥ বাবা হয়নি কেউ!

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় শান্তি (৩৫) (ছদ্মনাম) এক মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সোমবার সকাল ৯টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পাগলি এ কন্যা সন্তানটি প্রসব করে। তবে শিশুটির পিতৃপরিচয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মা ও নবজাতক ওই শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে উৎসুক জনতার ভিড় বাড়ছে। উপজেলার উত্তর রাজাপুর এলাকার ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খান বলেন, কয়েক দিন আগে ওই পাগলি স্থানীয় রাজাপুর বাজারে অসুস্থ হয়ে পড়লে গত ৬ নবেম্বর রাতে রাজাপুর বাজারসংলগ্ন এলাকার দুই নারীর সহযোগিতায় ওই পাগলিকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন আফরোজসহ কয়েকজন বলেন, ভর্তি হওয়ার ৬ দিন পর ১২ নবেম্বর সকালে শান্তির প্রসব বেদনা শুরু হয়। পরে তাদের (নার্সদের) সহযোগিতায় একটি ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। এ পর্যন্ত শিশুটির কোন নাম রাখা হয়নি।
×