ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অসি-প্রোটিয়া দ্বিতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৫৫, ৯ নভেম্বর ২০১৮

অসি-প্রোটিয়া দ্বিতীয় ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে প্রথম ওয়ানডেতেই ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। পার্থে সেই হারের পর এবার এ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে এ্যারন ফিঞ্চের দল। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় এখন সিরিজ বাঁচানোর লড়াই অসিদের। টানা ৭ ওয়ানডে হেরেছে তারা। ওয়ানডে ইতিহাসে টানা সর্বাধিক পরাজয় এটি তাদের। এবার সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হবে। চলতি বছর তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ভারত সফরে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে হেরেছে ওয়ানডে সিরিজে। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয় তারা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে নতুন অধিনায়ক পেয়েছে তারা। টিম পেইনের চাপ কমাতে তাকে ওয়ানডে দল থেকেই বাদ দিয়ে ফিঞ্চকে নেতৃত্ব দেয়া হয়েছে। কিন্তু ভাগ্য কি বদলেছে অসিদের? ঘরের মাটিতেও এখন পরবাসী দলে পরিণত হয়েছে তারা। পার্থে ৩ ম্যাচের সিরিজে বাজে ব্যাটিং প্রদর্শনীর কারণে ৬ উইকেটের বড় হার দেখতে হয়েছে। সেটি ছিল ওয়ানডেতে টানা সপ্তম হার তাদের। এর আগে এত ম্যাচ টানা হারতে হয়নি অস্ট্রেলিয়াকে। তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে বেশ চ্যালেঞ্জের মুখে তারা। লজ্জা এড়ানোর চেয়েও বড় কথা সম্মান ও মর্যাদা বাঁচিয়ে সিরিজে টিকে থাকারও লড়াই ফিঞ্চদের। সে জন্য ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিকল্প নেই। আগের ম্যাচে ১৫২ রানে গুটিয়ে যাওয়ার পরও পেসাররা দারুণ বোলিং করেছিলেন। সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে রান করতে পারলে দলের পেসাররা ম্যাচ জয়ের পথ প্রশস্ত করতে পারবেন। অর্থাৎ ঘুরে দাঁড়ানোর রাস্তাটা তৈরি করতে হবে অসি ব্যাটসম্যানদেরই। আগের ম্যাচে শন মার্শ খেলতে পারেননি বলে শেষ মুহূর্তে দলে জায়গা করে নিয়েছেন তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। মার্শ ফোঁড়া অপারেশন করার কারণে আপাতত স্কোয়াড থেকে ছিটকে গেছেন। আজ হয়তো তার সুযোগ মিলেও যেতে পারে। কারণ মার্শের তিন নম্বর জায়গা নেয়া ডি’আর্চি শর্ট শূন্য রানেই সাজঘরে ফিরে গেছেন। তাই ২৩ বছর বয়সী ম্যাকডারমটের দারুণ সুযোগ যদি আজকেও মার্শ খেলতে না পারেন।
×