ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুমতি না থাকায় আলোচনা সভা করতে পারেনি বিএনপি

প্রকাশিত: ০৬:১৮, ৯ নভেম্বর ২০১৮

অনুমতি না থাকায় আলোচনা সভা করতে পারেনি বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ অনুমতি না থাকায় পূর্বনির্ধারিত আলোচনা সভা করতে পারেনি বিএনপি। বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভা করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আলোচনা সভা শুরু করার আগেই পুলিশ এসে বাধা দেয়। এ আলোচনা সভা করতে অনুমতি নেয়া হয়নি বলে বিএনপি নেতাকর্মীদের জানানো হয় এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন সাংবাদিকদের জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টা থেকে আলোচনা সভা হওয়ার কথা ছিল। আমাদের পূর্বঘোষিত আলোচনা সভার সব প্রস্তুতি ছিল। হঠাৎ করেই পুলিশ এসে মাইক নিয়ে যায়। এ সময় আমাদের কেন্দ্রীয় নেতা জিএস বাবুলসহ অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। ফলে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে। এদিকে পূর্বনির্ধারিত আলোচনা সভাটি করতে না পারলেও বিএনপির পক্ষ থেকে কোন সিনিয়র নেতা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। এমনকি এ রিপোর্ট লেখা পর্যন্ত দলের পক্ষ থেকে কোন বিবৃতিও দেয়া হয়নি। তবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকদের মোবাইল ফোনে এসএমএস দিয়ে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জনকণ্ঠকে জানান, সেখানে আলোচনা সভা করার জন্য বিএনপির পক্ষ থেকে কোন অনুমতি নেয়া হয়নি। যে কারণে বিএনপি আলোচনা সভা করতে পারেনি। পুলিশ বিএনপিকে আলোচনা সভা করতে বাধা দেয়নি।
×