ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ঘোষণা

বেসরকারী শিক্ষকরাও ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা পাবেন

প্রকাশিত: ০৬:০৫, ৯ নভেম্বর ২০১৮

বেসরকারী শিক্ষকরাও ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা পাবেন

স্টাফ রিপোর্টার ॥ দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে তাদের জন্য পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন ট্রাস্টগুলোর মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে আসে শিক্ষক-কর্মচারীদের এ সুখবর। প্রধানমন্ত্রী বলেছেন, এই ইনক্রিমেন্টের জন্য বাড়তি ৫৩১ কোটি ৮২ লাখ ৩৯ হাজার টাকা লাগবে। আর বৈশাখী ভাতার জন্য লাগবে ১৭৭ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকা। চলতি অর্থবছরের বাজেটে ওই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়ে বলেন, অর্থমন্ত্রণালয় পরে প্রজ্ঞাপন জারি করবে। সেখানেই তারা তারিখ নির্ধারণ করে দেবে। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসর সুবিধাবোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মোঃ আলমগীর, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসাদুল হক, স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা ও অবসর সুবিধা বোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ আজিজুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান খান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী প্রমুখ। সভাশেষে মোঃ সোহরাব হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারী শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা ও ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন। বেসরকারী শিক্ষাখাতে এক বিপ্লব ঘটে গেল। আগামী বৈশাখ থেকে শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন। এ বাবদ একবছরে একশত সাতাত্তর কোটি সাতাশ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে। অর্থ ২০১৮-২০১৯ অর্থবছরে এ টাকা বরাদ্দ রেখেছে। এখন অর্থ মন্ত্রণালয় অর্থছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করবে। তিনি বলেন, পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির জন্য বছরে ব্যয় হবে পাঁচশত একত্রিশ কোটি বিরাশি লাখ টাকা। শরীফ আহমদ সাদী বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার প্রতি পাঁচ লাখ বেসরকারী শিক্ষক-কর্মচারী আজীবন কৃতজ্ঞ থাকবেন। প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তিনি আমাদের গণভবনে ডেকে বৈশাখী ভাতা ও পাঁচ শতাংশ ইনক্রিমেন্টসহ একগুচ্ছ সুসংবাদ দিয়েছেন। বেসরকারী শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এদিকে শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষক-সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি বলেছেন, এটি দেশের শিক্ষা পরিবারের জন্য অনন্য একটি দিন। এটি বিশাল এক অর্জন শিক্ষক-কর্মচারীদের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় আজ শিক্ষক-কর্মচারীদের খুশির দিন। রাতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর গণভবনের সামনে আনন্দ মিছিল করেছেন শিক্ষকরা। জানা গেছে, এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বৈশাখী ভাতা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৭০৯ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গত ৮ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ বৈশাখী ভাতা বাবদ ৭০৯ কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রী বরাবর ডিও পাঠানো হয়েছিল। কিন্তু এ বিষয়ে অর্থ বিভাগের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছিল। নির্বাচনের আগে শিক্ষক-কর্মচারীদের দাবির বিষয়ে সক্রিয় হয় শিক্ষা মন্ত্রণালয়। ৫ নবেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ফের চিঠি পাঠানো হয়। চিঠিতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৫৩১ কোটি ৮২ লাখ টাকা এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা দিতে ১৭৭ কোটি ২৭ লাখ টাকাসহ মোট ৭০৯ কোটি টাকা বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
×