ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজই নির্বাচনকালীন সরকার হতে পারে ॥ অর্থমন্ত্রী

৭ লাখ কম্বল ও দুটি কপ্টার ক্রয় অনুমোদন

প্রকাশিত: ০৬:০৩, ৯ নভেম্বর ২০১৮

৭ লাখ কম্বল ও দুটি কপ্টার ক্রয় অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অসহায়-গরিব মানুষকে শীতের প্রকোপ হতে রক্ষায় প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৭ লাখ পিস কম্বল কেনা হবে। ৪১৮ কোটি টাকা ব্যয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসি ল্যান্ডদের জন্য ডবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে সরকারী প্রতিষ্ঠান হতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শুক্রবার অর্থাৎ আজই নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে। তিনি বলেছেন, টেকনোক্র্যাটদের জায়গায় নতুন কেউ মন্ত্রীত্ব পাবে না। এ চার মন্ত্রণালয়ে বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেয়া হতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মোটামুটি নিশ্চিত, মন্ত্রিসভায় নতুন কোন মুখ আসছে না। কারণ, সরকারটা তো কোয়ালিশন সরকার। সংলাপ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আলোচনা শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এসব বিষয় পরিষ্কার করবেন। আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণের কথা জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে কম্বল ও হেলিকপ্টার কেনার ক্রয়সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের ক্রয়সংক্রান্ত তথ্য দেন।
×