ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বারি’তে তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৬:৪৭, ৮ নভেম্বর ২০১৮

বারি’তে তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) নার্সভুক্ত প্রতিষ্ঠানের তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। কৃষিতাত্ত্বিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে বারি’র সেমিনার কক্ষে সকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) মোঃ শোয়েব হাসান ও পরিচালক (পিআইইউ, বিএআরসি, এনএটিপি-২) ড. মিয়া সাঈদ হাসান। কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং পিআইইউ-বিএআরসি, এনএটিপি-২ এর অর্থায়নে এ প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রীনা রানী সাহা।
×