ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৬:৪৩, ৮ নভেম্বর ২০১৮

কেরানীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ নবেম্বর ॥ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর এলাকায় তুচ্ছ একটি ঘটনার জের ধরে দুপক্ষের সংঘর্ষে তানভির ভূইয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক লোক। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর ফেরিঘাট এলাকায় করেরগাঁও গ্রামের সাবেক মেম্বার আসকর আলীর ছেলে আলী আজগরের মোটরসাইকেলের সঙ্গে এক রিক্সার ধাক্কা লাগে। এ সময় আলী আজগর রিক্সাচালককে বেদম মারধর করে আহত করে। তখন রিক্সাচালকের পক্ষে এগিয়ে আসেন কলাকান্দি গ্রামের বাসিন্দা মজিবর। তিনি প্রতিবাদ জানিয়ে মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে মজিবরকেও মারধর করে আলী আজগর। এনিয়ে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টা বেশ উত্তেজনা চলে। পরে মাতবররা দুই পক্ষকে শান্ত করেন এবং বুধবার বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বুধবার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সালিশ বৈঠকে উপস্থিত হন কলাকান্দি গ্রামের লোকজন। অনুপস্থিত থাকেন করেরগাঁও গ্রামের লোকজন। প্রায় আধাঘণ্টা পর করেরগাঁও গ্রামের সাবেক মেম্বার আসকর আলী, তার দুই ছেলে আলী আজগর ও সোহেলে নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালিশ বৈঠকে উপস্থিত কলাকান্দি গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। পরে কলাকান্দি গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আশপাশের বাড়ির ছাদ থেকেও একে অপরের প্রতি ইট পাথর ছুড়তে থাকে। তখন কলাকান্দি গ্রামের লোকজনের ছুড়ে মারা ইট কলাকান্দি গ্রামের তানভির চৌধুরীর মাথায় আঘাত করলে তিনি তৃতীয় তলার ছাদ থেকে রাস্তায় পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×