ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধনাঢ্য বিড়াল

প্রকাশিত: ০৬:০১, ৮ নভেম্বর ২০১৮

ধনাঢ্য বিড়াল

বিশ্বের ধনাঢ্য বিড়ালের খোঁজ পাওয়া গেল। এই বিড়ালের সম্পদের কথা শুনলে আমাদের দেশের অনেক কোটিপতির চোখ কপালে উঠতে পারে। টার্দার সস নামের গোমড়ামুখো এই বিড়ালের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। বিড়ালটির আয়ের উৎস জানলে আরও অবাক হতে হয়। খবরে বলা হয়েছে, টার্দার সসের চালচলন অন্য বিড়ালের মতো নয়। এটির মুখভঙ্গিও আলাদা। টার্দার সস সবসময় মুখ গোমড়া করে থাকে। ফলে অনেকেই এটিকে গ্রাম্পি ক্যাট বলে ডাকে। এই ধরনের মুখভঙ্গির কারণে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের পণ্যের মোড়কে এটিকে ব্যবহার করে। সসকে অসংখ্য বিজ্ঞাপনী ফটোশূটে অংশ নিতে হয়। এই সব ফটোশূট আর সোশ্যাল মিডিয়া থেকে কাড়ি কাড়ি অর্থ উপার্জন করেছে বিড়ালটি। ইনস্টাগ্রামে বর্তমানে এটির ফলোয়ার ২৪ লাখ। ফেসবুক ফলোয়ার ৮৬ লাখ ছাড়িয়েছে। টুইটারে এটিকে ১৫ লাখ লোক ফলো করে। এসব থেকেও টার্দারের মালিকের এ্যাকাউন্টে প্রচুর অর্থ জমা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনে ২০১২ সালের ৪ এপ্রিল টার্দারের জন্ম। জন্মের পাঁচ মাসের মাথায় টার্দারের একটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে দেয় এটির মালকিন তবাথা বুন্দেসেনের ভাই ব্রায়ান বুন্দেসেন। সেই থেকে শুরু। টেলিগ্রাফ অবলম্বনে।
×