ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ আটে শেখ জামাল

প্রকাশিত: ০৬:৫২, ৭ নভেম্বর ২০১৮

শেষ আটে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ কোয়ার্টার ফাইনালে যেতে হলে এক দলের জিততেই হবে। অপর দলের শুধু ড্র হলেই চলে। প্রথম দলটি আগে গোল করে লিড নিয়ে শেষ আটে নাম লেখানোর স্বপ্নটা প্রায় ফলিয়েই ফেলছিল। কিন্তু দ্বিতীয় দলটি গোল শোধ করে তাদের স্বপ্ন বাস্তবে রূপ দেবার পাশাপাশি প্রতিপক্ষের স্বপ্ন ভেঙ্গে চুরমারও করে দিল। হ্যাঁ, মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে এমন দৃশ্যই মঞ্চস্থ হলো। যুগ্মভাবে সর্বাধিক ১০ বারের চ্যাম্পিয়ন ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-১ গোলে রুখে দিয়ে (খেলার প্রথমার্ধে মোহামেডান এগিয়ে ছিল ১-০ গোলে) তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তিনবারের শিরোপাধারী ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানম-ি ক্লাব। শেষ দল হিসেবে এই আসরের শেষ আটে খেলা নিশ্চিত করলো তারা। ৩ খেলায় ৫ পয়েন্ট (১ জয় ও ২ ড্র) নিয়ে গ্রুপ ‘ডি’তে রানার্সআপ হলো তারা। সমান খেলায় বসুন্ধরা কিংসেরও পয়েন্ট ৫। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় বসুন্ধরাই হয়েছে গ্রুপসেরা। অপরদিকে ৩ খেলায় ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট মোহামেডানের। গ্রুপে তৃতীয় হওয়ায় গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের। ৩৩ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় ঐতিহ্যবাহী মোহামেডান। ডি-বক্সের কিছুটা বাইরে মোহামেডানের কিংসলে চিগুজিকে ধাক্কা দেন জামালের আরিফুল ইসলাম। এতে রেফারি সুজিত ব্যানার্জি ফ্রি কিকের বাঁশি বাজান। ফ্রি কিক থেকে মোহামেডানের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোয়ে ডান পায়ের অসাধারণ শটে শেখ জামাল গোলরক্ষক মোহাম্মদ নাঈমকে পরাস্ত করেন। তার নেয়া শট দ্বিতীয় বার দিয়ে জাল স্পর্শ করে (১-০)। ৪৮ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে শেখ জামালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেজ গোল করে সমতা আনেন। ডি-বক্সের ভেতরে ডানপ্রান্ত থেকে জামাল অধিনায়ক সলোমন কিংয়ের উঁচু ক্রস মোহামেডানের ডিফেন্ডার মোহাম্মদ জুয়েল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান লুসিয়ানো। বাঁ পায়ের শটে মোহামেডানের জালে বল পাঠাতে ভুল করেননি তিনি (১-১)। এরপর বাকি সময় উভয়দলই আক্রমণ করে খেলেও আর কোন গোলের দেখা পায়নি। আগামী ৮ নবেম্বর প্রথম কোয়ার্টারে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা আবাহনী। ৯ নবেম্বর দ্বিতীয় কোয়ার্টারে সাইফ স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানম-ি ক্লাব, ১০ নবেম্বর তৃতীয় কোয়ার্টারে শেখ রাসেল ক্রীড়চক্র-চট্টগ্রাম আবাহনী এবং ১১ নবেম্বর চতুর্থ কোয়ার্টারে বসুন্ধরা কিংস-টিম বিজেএমসি পরস্পরের মোকাবেলা করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে বিকেল ৫টা থেকে।
×