ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএসটিআইর নতুন মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে শামসুল আরেফীন

প্রকাশিত: ০৪:২২, ৭ নভেম্বর ২০১৮

বিএসটিআইর নতুন মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে শামসুল আরেফীন

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্স এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. কে. এম শামসুল আরেফীন। রবিবার তিনি বিএসটিআইতে নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের মেধাবী ছাত্র এ. কে. এম শামসুল আরেফীন ১৯৮৬ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি সরকারী চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জর্ডান, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১৯৬১ সালে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। তিনি সকলের দোয়াপ্রার্র্থী। -বিজ্ঞপ্তি
×