ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান আইডিইবির

প্রকাশিত: ০৪:২০, ৭ নভেম্বর ২০১৮

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান আইডিইবির

স্টাফ রিপোর্টার ॥ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণমানুষের স্বাচ্ছন্দ্যের বিষয়টি সামনে রেখে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। আগামী ৮ নবেম্বর আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বজুড়ে চলছে চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ বিপ্লবের পরিবর্তন দেশেও খুব দ্রুতই ঘটছে। কেউ কোন উদ্ভাবন নিয়ে দ্বিধায় থাকলে তার স্থান অন্য কেউ দখল করে নেবে। অধিকাংশ উদ্ভাবনী ব্যবসার বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে। উদ্ভাবন গাণিতিক নয়, জ্যামিতিক হারে বাড়বে। পরিবর্তনের প্রস্থ ও গভীরতা অনেক ব্যাপক উল্লেখ করে বলা হয়। তৃতীয় বিপ্লবের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ৪র্থ শিল্প বিপ্লব অর্থনীতি, সমাজ, ব্যবসা ও ব্যক্তিজীবনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আইডিইবির এবারের প্রতিষ্ঠা দিবসের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য চতুর্থ শিল্প বিপ্লব’ নির্ধারণ করা হয়েছে বলে নেতারা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান খান, মোঃ আব্দুন নুমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইদরীস আলী, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, দফতর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, চাকরি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, ঢাকা জেনিক সভাপতি মোঃ খবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ। সংবাদ সম্মেলনে ১২টি সুপারিশ উপস্থাপন করেছেন নেতৃবৃন্দ।
×