ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

চাকরির আগে ডোপ টেস্ট ও বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক কেন নয়?

প্রকাশিত: ০৪:৪০, ৬ নভেম্বর ২০১৮

চাকরির আগে ডোপ টেস্ট ও বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক কেন নয়?

স্টাফ রিপোর্টার ॥ দেশে সব চাকরিতে যোগদানের পূর্বে ডোপ টেস্ট এবং বিয়ের আগে বর ও কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না তা পরীক্ষা করে মেডিক্যাল সার্টিফিকেট দাখিল কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে সারাদেশে বিএনপির সিনিয়র আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘গায়েবি’ মামলা নিয়ে করা রিট শুনানির জন্য আগামী ২০ নবেম্বর দিন ঠিক করেছে হাইকোর্টের একক বেঞ্চ। গায়েবি মামলার রিটের শুনানি ২০ নবেম্বর ॥ সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘গায়েবি’ মামলা নিয়ে করা রিট শুনানির জন্য আগামী ২০ নবেম্বর দিন ঠিক করেছে হাইকোর্টের একক বেঞ্চ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের একক বেঞ্চ রিট আবেদনের পক্ষে সময় আবেদনের পর এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
×