ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম টি২০ জিতল ভারত

প্রকাশিত: ০৮:৪৫, ৫ নভেম্বর ২০১৮

প্রথম টি২০ জিতল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ তে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নামা উইন্ডিজরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি। জবাবে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এই সিরিজে বিশ্রামে। ক্যারিবীয়রা ভারতীয় বোলারদেও তোপে পড়ে ২৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। কুলদিপ যাদব ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ক্যারিবীয়দের মিডল অর্ডার। একটি করে উইকেট নেন উমেশ যাদব, খলিল আহমেদ, জাসপ্রিত বুমরাহ ও ক্রুনাল পান্ডিয়া। ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ২৭ রান করেন ফাবিয়ান এ্যালেন। জবাব দিতে নামা ভারতকে শুরুতে কাঁপিয়ে দিয়েছিল ক্যারিবীয় বোলাররা। ৩৫ রানে ৩ উইকেট হারায় ভারত। ৪৫ রানে হারায় চতুর্থ উইকেট। তবে দিনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়ার দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। কার্তিক অপরাজিত ৩১ ও ক্রুনাল অপরাজিত ২১ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক দুটি করে উইকেট নেন থমাস ও ব্র্যাথওয়েট।
×