ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৮:৩৬, ৫ নভেম্বর ২০১৮

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুকে জামিন দিয়েছে হাইকোর্ট। এদিকে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকাকে প্রাণ-আরএফএল গ্রুপের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এসব আদেশ দেয়। ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। আদালতে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এছাড়া আদালতের নির্দেশে এই রুলের শুনানিতে এমিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে সাবেক এ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও শাহদীন মালিক অংশ নেন। এর আগে গত ১৪ আগস্ট রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। নাজমুল হুদা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি চালান জমা দেয়া হয়নি উল্লেখ করে তিনটি কারণ দেখিয়ে তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সংবলিত একটি নোটিস গত ১৪ জুন নির্বাচন কমিশন দলটিকে পাঠায়। ওই নোটিসটি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করে। আমির খসরুর জামিন ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। আদালতে আমীর খসরুর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ২১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত। তার জামিন আবেদন নামঞ্জুর করে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা করা হয়। হালিমুল হক মিরুর জামিন ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুকে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেয়। গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়া হয়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। মেয়র মিরু বর্তমানে কারাগারে আছেন।
×