ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শিবির অফিস সিল্ড, ৯০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:২৫, ৫ নভেম্বর ২০১৮

 চট্টগ্রামে শিবির  অফিস সিল্ড,  ৯০ জনের  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় ছাত্র শিবিরের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় সংগঠনটির ৯০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চকবাজার থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। এছাড়া ছাত্র শিবিরের এ অফিসটি সিলগালা করে দেয়া হয়েছে। থানার ওসি নিজাম উদ্দিন জানান, মামলায় ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর (উত্তর) সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক আ স ম রায়হান, বায়তুল মাল সম্পাদক হামেদ হাসান এলাহী ও আমানুল্লাহসহ ৫২ জনের নাম উল্লেখ করে বাকি ৩৮ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দনপুরা এলাকার কয়েকটি স্পট টার্গেট করে ব্লকরেইট চালাচ্ছিল পুলিশ। এ সময় হঠাৎ করে ‘আল ইসরা’ নামের একটি ভবনে পর পর ঘটে ৫টি বিস্ফোরণের ঘটনা।
×