ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর কৃষি দর্শন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:০০, ৫ নভেম্বর ২০১৮

বঙ্গবন্ধুর কৃষি দর্শন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। কৃষির প্রতি ছিল তার বিশেষ দরদ ও আন্তরিকতা। কেননা, তিনি জানতেন কৃষিপ্রধান এদেশকে কৃষি দিয়েই উন্নত-সমৃদ্ধ করতে হবে। তারই নীতি অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পথে এগোচ্ছেন এবং কৃষিতে অভাবনীয় সফলতা এনে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গম, ভুট্টা, মুগডাল, বিটিবেগুন ও সরিষার বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ত্রিশ লাখ জীবনের বিনিময়ে প্রাপ্ত এ বাংলাদেশকে সোনালি ফসলে ভরপুর দেখতে চেয়েছিলেন। সে কারণেই স্বাধীনতার পর তিনি ডাক দিয়েছেন সবুজ বিপ্লবের। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা সুষ্ঠুভাবে বাস্তবায়িত করছে শেখ হাসিনা। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি দফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামন ভুইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ।
×