ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও কেশবপুর

বাল্যবিয়ে রেজিস্ট্রি ॥ কাজী ও বরের কারাদন্ড

প্রকাশিত: ০৩:৫৮, ৫ নভেম্বর ২০১৮

বাল্যবিয়ে রেজিস্ট্রি ॥ কাজী ও বরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার বাগমারায় বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অপরাধে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল করিম ওরফে আক্কাসকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই আদালতে বর স্বপন রহমানের একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তবে অপ্রাপ্ত হওয়ায় কনেকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার জানান, চলতি চছরের ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জ জেলার জয়নগর এলাকার আক্কাস সিকদারের মেয়ে লাকীর সঙ্গে নাটোরের নলডাঙ্গা উপজেলার কুমারপুর গ্রামের আব্দুল করিমের পুত্র স্বপনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বপন মানিকগঞ্জ জেলা সদরের একটি হোটেলের বয় হিসেবে চাকরি করতেন। প্রেমের সূত্র ধরে গত ২৩ অক্টোবর লাকিকে নিয়ে পালিয়ে আসে স্বপন। ওইদিন রাতেই তারা বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল করিম ওরফে আক্কাসের কাছে বিয়ে রেজিস্ট্রি করার জন্য উপস্থিত হন। নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, বাল্যবিয়ের অপরাধে মেয়ের পিতা, বর, বরের মামা ও নিকাহ রেজিস্ট্রারকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান উপজেলার সাতবাড়িয়া গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল প্রদান করেন। এ নিয়ে গত দুই দিনে তিনটি বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে জেল ও জরিমান প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, শনিবার রাতে সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়েকে (১৬) জাহানপুর গ্রামের আকামত আলীর ছেলে তোফাজ্জেল হোসেনের সঙ্গে বিয়ে দেয়া হচ্ছিল।
×