ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুক্তির মেয়াদ বাড়ালেন ডি মারিয়া

প্রকাশিত: ০৬:৩৪, ২ নভেম্বর ২০১৮

চুক্তির মেয়াদ বাড়ালেন ডি মারিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন এ্যাঞ্জেল ডি মারিয়া। প্যারিস জায়ান্টদের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি। নতুন এই চুক্তির ফলে আগামী ২০২১ সাল পর্যন্ত ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়ন দলে থাকবেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ২০১৫ সালে ৬০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। ওই সময় দলবদলের বাজারে এটি ছিল ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের দল বদলের ঘটনা। সর্বাধিক অর্থের বিনিময়ে পার্ক ডি প্রিন্সেসের এই ক্লাবটি দলভুক্ত করেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানিকে। প্যারিস জায়ান্টদের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়ে দারুণ সন্তুষ্ট ডি মারিয়া। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘বিগত তিন বছর ধরে আমি প্যারিসে আছি। যেখানে আমি ক্লাবটির মোহে পড়ে গেছি। এখানেই আমার সবকিছু। আমাকে নিজের সেরা খেলাটাই খেলতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘উচ্চবিলাসী এই প্রকল্পের অংশ হতে পেরে আমি একদিকে যেমন অনুপ্রেরণা পাচ্ছি, তেমনি সম্মানিত হচ্ছি প্রতিটি মুহূর্তে। আমাদের অনেক অসাধারণ বিষয় অর্জন করতে হবে। পিএসজির অগ্রযাত্রায় আমাদের সহায়তা অব্যাহত রাখতে হবে। যাতে ক্লাবটি আন্তর্জাতিক পরিম-লে বড় একটি ক্লাব হিসেবে প্রতিষ্ঠা পায়।’ দক্ষিণ আমেরিকার রোজারিও সেন্ট্রালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ডি মারিয়া। ইউরোপে এসে ২০০৭ সালে প্রথম যোগ দেন বেনফিকায়। তার তিন বছর পর স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তবে ২০১৪ সালে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। সেখান থেকেই পিএসজিতে পাড়ি জমান ডি মারিয়া। ফ্রান্সের এই ক্লাবে যোগ দেয়ার পর ১৫০টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে ৫৭ বার বলও জড়িয়েছেন তিনি। সতীর্থদের দিয়ে ৫৮টি গোল করাতেও সহায়তা করেন তিনি।
×