ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন অসুস্থ

প্রকাশিত: ০৬:১২, ২ নভেম্বর ২০১৮

সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী এলাকায় পিকআপভ্যানে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেছে ভ্যানের পেছনের অংশ। এতে গ্যাস ছড়িয়ে পড়ায় অন্ততপক্ষে ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। এরা হচ্ছেন সিএনজিচালিত অটোরিক্সা চালক আব্দুর রাজ্জাক (৪৫), মাইক্রোবাস চালক খোকন (৪০), মোঃ করিম (৩২), বিল্লাল (২৫), সোহেল (৩৪), মোজ্জামেল (৪৩), আবদুল হাসেম (৫০) ও সাইদুল (৩০)। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নেভি সদর দফতরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে অসুস্থ লোকজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকেই লাপাত্তা চালক ও হেলপার। অসুস্থ রাজ্জাক জানান, যাত্রী নিয়ে ফার্মগেটের উদ্দেশে যাওয়ার সময় যানজটে পড়েন। এ সময় পাশে থাকা একটি পিকআপভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়।
×