ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাশকতার চক্রান্ত

না’গঞ্জে অস্ত্র ও গুলিসহ পাঁচ যুবক আটক

প্রকাশিত: ০৮:০৮, ১ নভেম্বর ২০১৮

না’গঞ্জে অস্ত্র ও গুলিসহ পাঁচ যুবক আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ উত্তর চাষাঢ়ার একটি ফ্ল্যাট বাড়িতে নাশকতার চক্রান্তের সময় অস্ত্র ও গুলিসহ পাঁচ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে ওই পাঁচতলা বাড়ির পঞ্চম তলায় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল ও আটটি আধুনিক ছোরা। না’গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নুরে আলম গণমাধ্যমে জানান, আটককৃতরা হচ্ছে বোরহান উদ্দিন সোহেল, হোসেন আলী রাজন, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদুল হোসেন এবং সৈয়দ হাবিব হায়দার বাবু। তিনি আরও জানান, ওই বাড়িতে কিছু সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ৫ম তলার ফ্ল্যাটে তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে ইয়াবা সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, গত ২৩ অক্টোবর ফতুল্লার পাগলা এলাকায় চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পুলিশকে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার ঘটনায় আটককৃতরা জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। সে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে। অপর চারজনও জড়িত থাকতে পারে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা জঙ্গীবাদের সঙ্গে জড়িত রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
×