ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চামেলীর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৭, ১ নভেম্বর ২০১৮

চামেলীর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যার পর রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা চামেলীর বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চামেলী। চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডের ডিস্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চামেলীর শরীরের ডান পাশ অবশ হয়ে যাচ্ছে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডর হাড়েও ব্যথা রয়েছে । শীঘ্রই মেরুদণ্ড অস্ত্রোপচার জরুরী। প্রায় এক মাস আগে তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু অর্থসঙ্কটে তিনি যেতে পারেননি। রফিউস সামস প্যাডী জানান, জেলা প্রশাসক ঢাকায় অবস্থানের কারণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের নেতৃত্বে প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা চামেলীর সঙ্গে দেখা করেন। তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেয়ার বার্তা পৌঁছে দেন।
×