ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ড্র বিসিবি একাদশ-জিম্বাবুইয়ে ম্যাচ

প্রকাশিত: ০৬:৪১, ১ নভেম্বর ২০১৮

ড্র বিসিবি একাদশ-জিম্বাবুইয়ে ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবি একাদশ ও জিম্বাবুইয়ে ক্রিকেট দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়। ম্যাচটি ড্র হয়। ম্যাচের প্রথমদিন বৃষ্টির জন্য বল মাঠে গড়ায়নি। দ্বিতীয়দিন মাত্র ৯ ওভার খেলা হয়। তৃতীয়দিন পুরো খেলা হলো। স্বাভাবিকভাবেই ম্যাচ থেকে ফল বের হওয়ার কথা নয়। ম্যাচটিতে জিম্বাবুইয়ে আগে ব্যাট করে। ৯ ওভারে জিম্বাবুইয়ে ১ উইকেট হারিয়ে ১২ রান করে। তৃতীয়দিন এই রানের সঙ্গে আরও ১৩৩ রান যোগ করে জিম্বাবুইয়ে। ৫ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। মোট ৪৮ ওভার খেলা হয়। এরপর বিসিবি একাদশ প্রথম ইনিংসে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করলে দিন শেষ হয়ে যায়। ম্যাচটিও হয় ড্র। ওপেনার নাজমুল হোসেন শান্ত অপরাজিত ২২ রান করেন। ম্যাচটি থেকে ফল আসা কঠিন। তা আগেই জানা ছিল। কিন্তু ম্যাচটিতে বিসিবি একাদশের ক্রিকেটাররা, বিশেষ করে জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা ক্রিকেটাররা কেমন করেন সেদিকে নজর ছিল। পাশাপাশি জিম্বাবুইয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচে কেমন করে সেটির ওপর টেস্ট সিরিজে তাদের হিসেব নিকেশ ছিল। বোলিংয়ে দুর্দান্ত করেছেন বিসিবি একাদশের বোলাররা। তাইতো ১৪১ রানেই ৫ উইকেট ফেলা গেছে। টেস্ট সিরিজে থাকা আরিফুল হক ৪ ওভারে ১২ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি। ব্যাট হাতে শান্ত নিজেকে মেলে ধরলেও আরিফুল ৪ রানের বেশি করতে পারেননি। তবে ম্যাচটি থেকে বোঝা গেছে স্পিনারদের সঙ্গে পেসাররাও জিম্বাবুইয়ে ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন।
×