ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় আরচাররা আজ পাবেন সনদপত্র

প্রকাশিত: ০৬:৩৯, ১ নভেম্বর ২০১৮

সম্ভাবনাময় আরচাররা আজ পাবেন সনদপত্র

স্পোর্টস রিপোর্টার ॥ অনিবার্য কারণবশতঃ ৩১ অক্টোবরের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় গত ২৩ এপ্রিল থেকে ‘তীর আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী’ ১২টি জেলায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। জেলা পর্যায় শেষে প্রতি জেলা থেকে ২ জন করে (১ বালক ও ১ বালিকা) নিয়ে চূড়ান্ত পর্যায়ের ২৪ বালক-বালিকাকে টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ৩টি পর্বে প্রশিক্ষণ দেয়া হয়। সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মোঃ আসাদুজ্জামান আজ সমাপনী অনুষ্ঠানে আরচারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করবেন। এ সময় উপস্থিত থাকবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সিটি গ্রুপের কর্মকর্তা, কোচ ও আরচাররা।
×