ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরও ১০২ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত ॥ প্রধানমন্ত্রীর উদ্বোধন আজ

প্রকাশিত: ০৫:৪০, ১ নভেম্বর ২০১৮

আরও ১০২ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত ॥ প্রধানমন্ত্রীর উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার ॥ আরও ১০২ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল দশটায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে ১০২ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার অঙ্গীকার হিসেবে উপজেলাভিত্তিক শতভাগ বিদ্যুতায়ন করছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী সাতটি বিদ্যুত কেন্দ্র এবং পিতলগঞ্জ থেকে কুর্মিটোলা পর্যন্ত জেট ফুয়েলের পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বুধবার বিদ্যুত বিভাগের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ বছরে বিদ্যুত সরবরাহের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আবার সরকার গঠন করে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চত করতে চায় সরকার। তৌফিক-ই ইলাহী বলেন, ২০০৯ সালে সরকার ক্ষমতার আসার পর বিদ্যুত খাতের পরিস্থিতি এবং আজকের পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। বিদ্যুত উৎপাদনে অকল্পনীয় পরিবর্তন এসেছে। ভিশন ২০২০ বাস্তবায়নের জন্য আগামীতে শেখ হাসিনার সরকারকেই ক্ষমতায় আসতে হবে। তা না হলে এই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, সবার সহযোগিতা আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতেও উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের প্রতি মানুষ আস্থা রাখবে বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, আমরা বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। পায়রা বিদ্যুত কেন্দ্রে গেলে মনে হয়, ‘সমুদ্রের মধ্যে থেকে দেবতা উঠে আসছে’। শতভাগ বিদ্যুতায়ন হওয়া উপজেলাগুলোর মধ্যে আছে ঢাকা জেলার ৫টি, কিশোরগঞ্জ জেলার ৬টি, মৌলভীবাজার জেলার একটি, নাটোরের ৩টি, রাজশাহীর ৪টি, বাগেরহাটের একটি, যশোরে ৩টি, চুয়াডাঙ্গার দুটি, পিরোজপুর সদর, মানিকগঞ্জের ৩টি, নওগাঁর ৪টি, ঝালকাঠির ২টি, পাবনা সদর, সিলেটের ৪টি, খুলনার ডুমুরিয়া, ফেনী সদর, কুষ্টিয়া সদর, দিনাজপুরের ২টি, লক্ষ্মীপুরের রামগঞ্জ, চট্টগ্রামের ৪টি, ব্রাহ্মণবাড়িয়ার ৩টি, কুমিল্লার ১১টি, নোয়াখালীর ২টি, রংপুরের ২টি, দক্ষিণ সুনামগঞ্জ, সাতক্ষীরার তালা, কক্সবাজারের ২টি, মেহেরপুরেরর গাংনী, ভোলার ২টি, সিরাজগঞ্জের ৪টি, নেত্রকোনার ২টি, মাদারীপুর সদর, নীলফামারী সদর, গাজীপুর ২টি, শরীয়তপুরের ৩টি, চাঁদপুরের ৩টি, নারায়ণগঞ্জের সোনারগাঁও বগুড়ার ৭টি, ফরিদপুরের ২টি এবং মাগুরার ২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হিসেবে উদ্বোধন করা হবে। আরেইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মঈন উদ্দিন বলেন, বিদ্যুতের সমস্যা বর্ষা ও গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে চাহিদা বেশি থাকে আর বর্ষাকালে ঝড় বৃষ্টির কারণে লাইনের সমস্যা হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৪৬০টি উপজেলার মধ্যে ৩১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতায়নের পরেই সেবার মানোন্নয়নে নজর দেবেন তারা। এর আগে ৮০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আরও ৫৪টি উপজেলা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী আজ যে সাতটি বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট, কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও ১০০ মেগাওয়াট, পানগাঁও ৩০০ মেগাওয়াট এবং আওরাহাটি ১০০ মেগাওয়াট, গাজীপুরের কড্ডা ১৪৯ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক, সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট, টেকনাফে ২০ মেগাওয়াটের একটি সোলার বিদ্যুত কেন্দ্র।
×