ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের বার্সায় ফিরতে চান নেইমার!

প্রকাশিত: ০৭:০৮, ৩১ অক্টোবর ২০১৮

ফের বার্সায় ফিরতে চান নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সিলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, মাশ্চেরানোদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজিতে যাওয়ার পর আবারও গুঞ্জন রটে, কয়েক বছর পর রিয়াল মাদ্রিদে যাবেন তিনি। মাস কয়েক আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখন ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিয়েছেন, আপাতত পিএসজি ছাড়ার কোন ইচ্ছা বা চিন্তা-ভাবনা নেই। মাস তিন পর আবারও নেইমারের দলবদল নিয়ে গুঞ্জন। তবে এবার ভিন্ন মাত্রা এসেছে। শোনা যাচ্ছে রিয়ালে নয়, সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরতে চান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন খবরই চাউর হয়েছে। ২০১৭ সালের গ্রীষ্মে ট্রান্সফার ফি’র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। স্প্যানিশ মিডিয়ার খবর, বছর দেড়েক যেতে না যেতেই ন্যুক্যাম্পে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন ২৬ বছর বয়সী তারকা। কাতালানদের সঙ্গে তার সুখের জীবনটা প্যারিসে খুঁজে পান না। আর বার্সিলোনায় পাওয়া সাফল্যও পিএসজিতে পাচ্ছেন না। তাই চলতি মৌসুম শেষেই তিনি বার্সিলোনায় ফেরার চেষ্টা করবেন বলে জানাচ্ছে প্রভাবশালী স্প্যানিশ দুই ক্রীড়া দৈনিক এএস ও মুন্ডো ডেপোর্টিভো। পত্রিকা দুটি বলছে, ফরাসী লীগে প্রতিদ্বন্দ্বিতার অভাবও নেইমারকে হতাশ করে চলেছে। এ লীগে কী ঘটবে তা অনেকেই ভবিষ্যদ্বাণী করতে পারছেন সহজেই। কিন্তু স্প্যানিশ লা লিগায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় যা খুবই উপভোগ করতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমার কেন বার্সিলোনা ছেড়েছেন তা অনেকেরই জানা। বার্সায় তাকে খেলতে হতো লিওনেল মেসির ছায়ায়। আর্জেন্টাইন ফরোয়ার্ডই বার্সিলোনার প্রধান খেলোয়াড়, যাকে ঘিরে দলটির আক্রমণ কিংবা পরিকল্পনা সাজানো হয়। সেখানে অন্যরা কখনই মেসির চেয়ে প্রাধান্য পান না। ব্রাজিলের অনেক সাবেক গ্রেটই নেইমারকে পরামর্শ দিয়েছেন, ব্যালন ডি’অর জিততে হলে মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। পিএসজিতে গেলেই তিনি শেষ পর্যন্ত মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যালন ডি’অর জিততে সমর্থ হবেন। এ পরামর্শ মনে ধরে নেইমারের। তাই বার্সার অনুরোধ উপেক্ষা করেই দলবদলের বিশ্বরেকর্ড গড়ে প্যারিসে পাড়ি জমান। তবে মন পড়ে থাকে বার্সিলোনায়। প্যারিসে ভালই করছেন নেইমার। কিন্তু সেখানে ‘বড় খেলোয়াড়’ হিসেবে তার মর্যাদা এখন ম্লান হওয়ার পথে। কেননা অবিশ্বাস্য পারফর্মেন্সে ১৯ বছরেই ফরাসী ফুটবলের সুপারস্টারে পরিণত হয়েছেন কিলিয়ান এমবাপে। বলতে গেলে, তিনিই এখন পিএসজির মূল পারফর্মার। সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে এমবাপেকে বলা হয়েছে ‘ফুটবলের ভবিষ্যত’। তিনি সত্যিকার অর্থেই ফুটবলের আগামীর সুপারস্টার এবং পিএসজির ভবিষ্যত। মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে গিয়ে এখন আরেক প্রতিদ্বন্দ্বির সামনে পড়ে গেছেন নেইমার। অচিরেই পিএসজিতে তার কদরও অনেকটা কমে যাবে, সেটিও বুঝতে পারছেন ব্রাজিলের প্রাণভোমরা। তাই হয়তো চলে যেতে চান পিএসজি ছেড়ে। আর ফিরলে ফিরতে চান রিয়াল নয়, বার্সাতেই! দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
×