ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির দ্বিতীয় বৈঠক

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে জটিলতা কেটে যাচ্ছে

প্রকাশিত: ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে জটিলতা কেটে যাচ্ছে

ফিরোজ মান্না ॥ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আজ ঢাকায় বসছে ‘ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জটিলতা অবসান হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের কর্মকর্তারা গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রথম বৈঠকের পর্যালোচনাও করবেন। একদিনের এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে নতুন করে কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে। বৈঠকে মালয়েশিয়ার পক্ষে ৫ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (পলিসি ডিভিশন) এমডিএম বেট্রি হাসান। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রওনক জাহান। সকাল ১০ টায় রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে এই বৈঠক বসবে। বৈঠক শুরুর আগে মালয়েশিয়ার প্রতিনিধিদল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দ্বিতীয় বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলে থাকছেন এমডিএম বেট্রি হাসান, আসরি এবি রহমান, জসরি মতজিন, নওয়ায়ী ইসমাইল ও শাহাব উদ্দিন আবু বক্কর। বাংলাদেশের পক্ষে থাকছেন সচিব রওনক জাহান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ সালেহীন, বিএমইটির ডিজি সেলিম রেজা, বোয়েসেলের ডিজি মরণ কুমার, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম, লেবার কাউন্সিলর সাইফুল ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি। সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। নতুন করে কর্মী নিয়োগের বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়। আজ বুধবার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া প্রতিনিধিদলকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দেশটিতে ৫ লাখের বেশি অবৈধ কর্মীকে বৈধ করার আহ্বান জানানো হয়েছিল। প্রথমে মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে দুই দেশের গঠিত ওয়ার্কিং কমিটির বৈঠকে কর্মী নিয়োগে বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিদল। আলোচনায় বাংলাদেশ থেকে ৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছিল। যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রবাসীদের সুরক্ষা ও নানাবিধ অসুবিধা দূর করার বিষয়ে আলোচনা হয়। কোন প্রক্রিয়ায় মালয়েশিয়া কর্মী নিয়োগ করবে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় কর্মী নিয়োগে কোন সিন্ডিকেট থাকবে না, বেশি টাকা নেয়া যাবে না এমন অনেক বিষয় স্থান পেয়েছিল। তবে এই বৈঠকই শেষ নয়। আরও বৈঠকের প্রয়োজন আছে বলে মালয়েশিয়ার প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধিদলকে জানানো হয়। বাংলাদেশ প্রতিনিধিদল কর্মী নিয়োগে ও মালয়েশিয়ায় অবস্থিত ৫ লাখের বেশি কর্মীকে বৈধ করার ওপর গুরুত্ব আরোপ করেছে। অবৈধ কর্মীদের বিষয়ে মালয়েশিয়ার প্রতিনিধিদল কোন আশ্বাস না দিলেও এখনই তাদের দেশ থেকে বের করে দেয়া হবে না বলে আশ্বস্ত করেছে। প্রথম বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছিলেন। প্রতিনিধিদলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. মনিরুস সালেহিন (কর্মসংস্থান), মন্ত্রীর একান্ত সচিব, উপসচিব মোহাম্মদ সাহিন (কর্মসংস্থান), পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও একজন উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন। মালয়েশিয়ার পক্ষে ওয়ার্কিং কমিটিতে তানশ্রি আচিহের নেতৃত্বে অংশ নিয়েছিলেন সাবেক বিচারপতি, ডেপুটি ইমিগ্রেশন কর্মকর্তা, আইনজীবী ও ডিআইজিসহ ৭ সদস্যের প্রতিনিধিদল। এমওইউ অনুযায়ী দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির সদস্যরা মালয়েশিয়ার শ্রমবাজারের সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠক করেছেন। এবার ঢাকায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যাচ্ছে এই বৈঠক থেকেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জটিলতার অবসান ঘটবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেন, আমাদের প্রথম বৈঠকটিই ছিল ফলপ্রসূ। দ্বিতীয় বৈঠকও আশা করছি ফলপ্রসূ হবে। এই বৈঠক থেকেই সব জটিলতা কেটে যাবে।
×