ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডে বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ অক্টোবর ২০১৮

জাতীয় ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডে বৃষ্টির বাগড়া

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনই বৃষ্টির বাগড়ায় পড়েছে। বরিশালে প্রথম স্তরে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচে টস হয়নি। তবে রংপুর ক্রিকেট গার্ডেনে পুরো দিনের খেলা হয়েছে। দিনশেষে রাজশাহী বিভাগের বিপক্ষে রংপুর ৫ উইকেটে তুলেছে ২৩০ রান। আর কক্সবাজারে দ্বিতীয় স্তরের চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের ম্যাচে বৃষ্টির কারণে টস হয়নি। তবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিস ও ঢাকা বিভাগের ম্যাচ শুরু হয়েছে। মেট্রো প্রথম ব্যাট করে ৮ উইকেটে ৫৯ রান তুলেই ইনিংস ঘোষণা করে। দিনশেষে ৩ উইকেটে ১৬৭ রান তুলে ঢাকা এগিয়ে গেছে ১০৮ রানে। প্রথম স্তর ॥ নিজেদের মাঠে টস হেরে রাজশাহীর বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। ৩৩ রানে প্রথম উইকেট হারালেও রাকিন আহমেদ ও মাহমুদুল হাসান ৭৬ রানে জুটি গড়ে ইনিংস মেরামত করেন। মাহমুদুল ৩৬ রানে সাজঘরে ফিরলেও রাকিন অর্ধশতক হাঁকান। তিনি ১৮৩ বলে ৯ চারে ৭৯ রান করে সাজঘরে ফেরার পর নাঈম ইসলাম হাল ধরেন। তিনি ১৬১ বলে ৯ চারে ৬৩ রান নিয়ে দিনশেষে অপরাজিত। ৫ উইকেটে ২৩০ রান তুলেছে রংপুর। রাজশাহীর হয়ে ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। দ্বিতীয় স্তর ॥ টস জিতে ঢাকা মেট্রোকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। সেটি বেশ ভাল সিদ্ধান্ত ছিল মেট্রোর ব্যাটিংয়ে বেহাল দশা ফুটে ওঠাতেই পরিষ্কার হয়ে যায়। সালাউদ্দিন সাকিল ও সুমন খানের পেস তোপে প্রথম থেকেই চরম বিপর্যয়ে পড়ে মেট্রো। ৫৯ রানের সময় আরাফাত সানি অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরতেই আশ্চর্যজনকভাবে ইনিংস ঘোষণা করে মেট্রো। তাদের ইনিংসে সর্বোচ্চ ১৪ রান মোহাম্মদ আশরাফুলের। সাকিল ১৫ রানে ৪টি এবং সুমন ৩২ রানে ৩টি উইকেট নেন। দিনশেষে ৩ উইকেটে ১৬৭ রান তুলেছে ঢাকা। ওপেনার রনি তালুকদার ১৫৪ বলে ৯ চার, ৩ ছক্কায় ৮৬ রান করে সাজঘরে ফেরেন। পরে সাইফ হাসান ৯০ বলে ৬ চার ১ ছক্কায় ৪৯ রান করে সাজঘরে ফেরেন। মেট্রোর হয়ে ২ উইকেট নেন কাজী অনিক।
×