ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য ॥ মেনন

প্রকাশিত: ০৪:১৪, ২৮ অক্টোবর ২০১৮

নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার রাজধানীর পল্টনের মণি সিংহ-ফরহাদ টাস্ট্রের শহীদ মনির আজাদ সেমিনার হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থীদের ব্রিফিং সভায় মেনন একথা বলেন। ড. কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে শুক্রবার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাত দফার এক দফাও মানা হবে না। কারণ যেসব দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। তাছাড়া সংবিধানের বাইরে গিয়ে কোন দাবি মানার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সাত দফা মানতে সরকারকে বাধ্য করবে তারা। শনিবার সাত দফা নিয়ে কথা বলেন রাশেদ খান মেনন। ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, ঐক্যফ্রন্টের নেতারা ভালভাবেই জানে যে তাদের সাত দফা পূরণ হবার নয়। তারপরও এ নিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তিকে মোকাবেলা করেই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে হবে। মেনন বলেন, দুর্ভাগ্যক্রমে নির্বাচন বর্তমানে টাকার খেলায় পরিণত হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসন ও পেশিশক্তির প্রভাব। এর ফলে জনমনে ভোটদানের অধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশনকে নির্বাচনে টাকার প্রভাব, প্রশাসন ও পেশিশক্তির নিয়ন্ত্রণের ব্যাপারে জনমনে সৃষ্ট এই সংশয়কে দূর করতে দৃঢ় ও যথাবিহিত পদক্ষেপ নিতে হবে। না হলে নির্বাচনবিরোধী শক্তির হাতই শক্তিশালী হবে। সভার শুরুতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৪ দলসহ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সকলকে অবহিত করেন।
×