ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়া আজিজুল হক কলেজে হঠাৎ শিবিরের তৎপরতা

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ অক্টোবর ২০১৮

বগুড়া আজিজুল হক কলেজে হঠাৎ শিবিরের তৎপরতা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে হঠাৎ করে শিবির ক্যাডারদের রহস্যময় তৎপরতা শুরু হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকরা আসার আগেই শনিবার সকালে শিবির জঙ্গী কায়দায় লিফলেট ও স্টিকার সাঁটিয়ে দেয়। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে শিবিরের জঙ্গী কায়দায় এ ধরনের তৎপরতা বিগত সময়ের মতো বগুড়ায় তাদের ব্যাপক নাশকতামূলক কর্মকা-ের কোন ইঙ্গিত কিনা সে নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আর আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, সকলের অগোচরে এ ধরনের ঘটনা অনভিপ্রেত। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ছাত্র সংগঠন ও কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় শিবির ক্যাডাররা সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ক্যাম্পাস ও একাডেমিক ভবনে প্রবেশ করে লিফলেট ছড়ায় ও শ্রেণীকক্ষসহ বিভিন্ন বিভাগের অফিসের সামনে স্টিকার লাগায়। একাডেমিক ও প্রশাসনিক ভবনের বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও অত্যন্ত কৌশলে বেশ কিছু শিবির ক্যাডার জঙ্গী কায়াদায় কলেজে এসে দ্রুতই এসব কর্মকা- চালিয়ে কেউ আসার আগেই সটকে পড়ে। সকাল ৯টার দিকে শিক্ষার্থীসহ শিক্ষকরা কলেজে পৌঁছার পর বিষয়টি সবার নজরে আসলে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়া। সাধারণ ছাত্ররা সেসব লিফলেট আবার ছিঁড়ে ফেলে। ২০১৪ সাল থেকে আজিজুল হক কলেজে শিবিরের কোন তৎপরতা নেই। তাই হঠাৎ করে সকলের অগোচরে জঙ্গী কায়াদায় কলেজে ঢুকে লিফলেট ছড়ানো ভেতরে স্টিকার সাঁটানোর বিষয়টি রহস্যময় হয়ে উঠছে। ছাত্রলীগ সরকারী আজিজুল হক কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হোসেন বুলবুল জানান, শিবিরের যে কোন ধরনের তৎপরতা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মোকাবিলা করার সামর্থ্য রাখে। শিবির কোন নাশকতা কর্মকা-ের অপচেষ্টা চালালে তা প্রতিহত করা হবে। ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক জানান, শিবিরের এ ধরনের তৎপরতা ভীতি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই শিবিরের লক্ষ্য বলে তারা মনে করছেন। উল্লেখ্য ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত শিবির বিএনপি জোট বগুড়ায় ব্যাপক সহিংসতা চালায়। এরমধ্যে শিবিরের সহিংসতা ছিল ভয়াবহ। তাই আবার জাতীয় নির্বাচনের আগে শিবিরের রহস্যময় তৎপরতা নানামুখী শঙ্কারই প্রতিফলন বলে অনেকই মনে করছেন। বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী জানান, তারা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছেন এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা নেয়া হয়েছে।
×