ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারের লক্ষ্য ’৪১ সালের মধ্যে উন্নত ও সুখী দেশ উপহার দেয়া

প্রকাশিত: ০৬:০৫, ২৬ অক্টোবর ২০১৮

সরকারের লক্ষ্য ’৪১ সালের মধ্যে উন্নত ও সুখী দেশ উপহার দেয়া

সংসদ রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে ২০৪১ সালের মধ্যে দেশের জনগণকে উন্নত, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ উপহার দেয়া। সরকারের প্রত্যাশা ও বিশ্বাস, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলমান উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও বজায় থাকবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন। অর্থমন্ত্রী জানান, ২০৪১ সালের মধ্যে গৃহীত লক্ষ্য বাস্তবায়নের জন্য সুদূরপ্রসারী প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে দেশের অমূল্য পানি সম্পদের ওপর বিশেষ গুরুত্বারোপসহ সকল খাতের সমন্বয়ে প্রণয়ন করা হয়েছে সমন্বিত দীর্ঘমেয়াদী বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা, যা ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ২০১৮ সালে এসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা বিগত বছরগুলোতে সুনির্দিষ্ট ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছি। ২০১৮ সালে দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার যথাক্রমে ২১ দশমিক ৮ ও ১১ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। বিরোধী দলের চীফ হুইপ নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে করদাতার সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজারের কিছু বেশি। করদাতা বৃদ্ধির লক্ষ্যে জরিপ কার্যক্রম পরিচালনা, টিআইএন ইস্যুর উদ্যোগ চালু রয়েছে ও কর আদায়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- তালিকাভুক্ত করদাতাদের সঙ্গে টেলিফোনিক/ব্যক্তিগত যোগাযোগ করা, হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে বকেয়া আয়কর আহরণের ব্যবস্থা, রিটার্ন দাখিলে ব্যর্থ করদাতাদের জরিমানা আরোপ, বৃহৎ করদাতাদের তালিকা প্রস্তুত করা, বকেয়া দাবি আদায়ে আইনী সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
×