ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায়, মাঠ ফাঁকা

প্রকাশিত: ০৫:৪৮, ২৬ অক্টোবর ২০১৮

রাজশাহীর মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায়, মাঠ ফাঁকা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ ভোটের মাঠ ছেড়ে এখন মনোনয়ন তদ্বিরে ঢাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশীরা। আসছে একাদশ নির্বাচনের শীঘ্রই তফসিল ঘোষণার খবর পেয়েছেন নেতারা। তফসিলের আগেই দলীয় মনোনয়ন পেতে তাই এখন রাজধানীমুখী আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার এসব নেতাদের সঙ্গে খোঁজ নিয়ে জানা গেছে, তারা এখন ঢাকায় অবস্থান করছেন। উদ্দেশ্য একটায় দলীয় মনোনয়ন লাভ। রাজশাহীর বিভিন্ন আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তারা বলেছেন ঢাকায় আছি। কারণ সুস্পষ্ট না করলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন মনোনয়ন মৌসুম চলছে। তাই ভোটের মাঠ ছেড়ে বেশির ভাগ আওয়ামী লীগ নেতারা ধর্ণা দিচ্ছেন ঢাকায়। দলীয় শীর্ষ নেতাদের কাছে ধর্ণা দিয়ে মনোনয়ন পাওয়ার পথ খুঁজছেন। শেষ মুহূর্তে দলীয় মনোনয়ন পেতে দিন-রাত ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন নিশ্চিত করার জন্য নিজ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। রাজশাহীর প্রায় সব আসনের এমপি ছাড়াও মনোনয়ন প্রত্যাশীরা এখন ঢাকায় রয়েছেন। তবে শুক্রবারের মধ্যে অনেকে ফিরে এসে ভোটের মাঠে নামবেন বলে জানিয়েছেন। রাজশাহী-১ আসনের বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীসহ অন্য আসনের এমপিরা ঢাকায় রয়েছেন। তাদের কয়েকজন জানান, সংসদ চলছে তাই তারা ঢাকায় রয়েছেন। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সদরের এমপি ফজলে হোসেন বাদশাও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের পাশাপাশি ঢাকায় অবস্থান করছেন রাজশাহীর সবকটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নতুন মুখের নেতারাও। রাজশাহী-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু বেশ ক’দিন ধরে ঢাকায় রয়েছেন। এছাড়া একই আসনে মনোনয়ন প্রত্যাশী বাগমারার তাহেরপুর পৌরমেয়র আবুল কালাম আজাদও রয়েছেন সেখানে। রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান ও রাজশাহী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী তানোরের মু-ুমালা পৌরমেয়র গোলাম রাব্বানীও কয়েকদিন ধরে অবস্থান করছেন ঢাকায়। গোলাম রাব্বানী বলেন, ঢাকায় খোঁজ খবর নিতে গেছেন তিনি। মনোনয়নের বিষয়েও নেতাদের সঙ্গে কথা বলছেন। সেখানে আপাতত কোন খোঁজ মিলছে না জানিয়ে এ নেতা জানান, মনোনয়নের মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ঠিক করবেন কাকে কাকে মনোনয়ন দেবেন। তবে নিজের নাম আছে কি না, বা নাম কিভাবে যুক্ত করা যায় এসব নিয়ে দৌড়ঝাঁপ করছেন। তিনি বলেন, শুধু রাজশাহী নয়, সারাদেশের অনেক নেতা মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান করছেন। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, জাতীয় সংসদ চলছে তাই তিনি ঢাকায় রয়েছেন। অধিবেশন শেষ করে এলাকায় ফিরবেন বলে জানান তিনি। তিনি বলেন, মনোনয়ন দেয়ার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ঠিক করবেন কে মনোনয়ন পাবে। মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপের জন্য এখন এ অঞ্চলের সব নেতা ঢাকায় রয়েছেন। কেউ ফিরে আসছেন আবার কেউ যাচ্ছেন। বেশির ভাগ নেতা ও মনোনয়ন প্রত্যাশী বর্তমানে ঢাকায় অবস্থান করায় ভোটের মাঠ অনেকটা ফাঁকা পড়ে রয়েছে। নেতাদের সমর্থিত কর্মীরা অপেক্ষায় রয়েছেন নেতার জন্য। তারা এখন বিচ্ছিন্নভাবে নিজ নিজ নেতার পক্ষে এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। রাজশাহীর গোদাগাড়ীর তৃণমূল পর্যায়ের এক কর্মী আহসান হাবীব জানান, মনোনয়নের জন্য সব এমপি ও মনোনয়ন প্রত্যাশী নেতা ঢাকায় রয়েছেন। তারা শুধু পড়ে আছেন মাঠে। যথাসাধ্য চেষ্টা করছেন নিজেদের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে। তিনি বলেন, নেতা ছাড়া ভোটের মাঠ জমে না। তাই ক’দিন ধরে তারা অপেক্ষায় রয়েছেন ঢাকা থেকে নেতাদের ফিরে আসার পথ চেয়ে।
×