ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারী স্কুলে ১ থেকে ১৩ ডিসেম্বর ভর্তির আবেদন

প্রকাশিত: ০৬:২৩, ২৫ অক্টোবর ২০১৮

সরকারী স্কুলে ১ থেকে ১৩ ডিসেম্বর ভর্তির আবেদন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ও প্রথম শ্রেণীর লটারির সময়সূচী নির্ধারণ করা হয়েছে। আগামী ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম চলবে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা (দ্বিতীয় থেকে নবম শ্রেণি) ও ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত এক সভায় ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে। মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিক্রি শুরু হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে। ভর্তি ফরমের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে। ২৩ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজন করা হবে। ওদিনই ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরিচালক জানান, গতবারের মতো এবারও ঢাকা মহানগরের ৩৫টি সরকারী বিদ্যালয়কে ‘এ’ ‘বি’ ও ‘সি’ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১৩টি বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর, ‘বি’ ক্যাটাগরিতে ১২টি ১৮ ডিসেম্বর ও ‘সি’ ক্যাটাগরিতে ১২টি ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ঢাকা মহানগরের সকল বিদ্যালয়ের শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছে। শূন্য আসনের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করা হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা জারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। ঢাকার বাইরের সরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই সময়ে লটারি ও ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে জেলা পর্যায়ে কেউ চাইলে দুই বা তিনদিন আগে পরেও করতে পারবে। উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সম্ভব হয়েছে। মাত্র ১০ বছরে শিক্ষাক্ষেত্রে এমন পরিবর্তন পৃথিবীর আর কোন দেশে সম্ভব হয়নি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার জন্য এ সরকারের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটরিয়ামে ১৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রায় সকল শিশু এখন বিদ্যালয়ে আসছে। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে পুরো সেট বই তুলে দেয়া হয়। সময়মত ভর্তি ও ক্লাস চালু নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রম যুগোপযোগী করাসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উচ্ছশিক্ষায় গবেষণাখাতে বরাদ্দ অনেক বৃদ্ধি করা হয়েছে।
×